ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হালদায় ডিম ছেড়েছে মা মাছ ॥ সংগ্রহের উৎসবে জেলেরা

প্রকাশিত: ০৯:১৪, ২৭ মে ২০১৯

 হালদায় ডিম ছেড়েছে  মা মাছ ॥ সংগ্রহের  উৎসবে জেলেরা

চট্টগ্রাম অফিস / হাটহাজারী সংবাদদাতা ॥ দেশের বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ। গত শনিবার রাত ১১টার দিকে ডিম ছাড়তে শুরু করে। ডিমের আশায় গত কয়েক দিন ধরে নদীর সব জায়গায় নৌকা নিয়ে অপেক্ষা করছিল সংগ্রহকারীরা। অবশেষে বৃষ্টি ও পাহাড়ী ঢলে রাতে মা মাছ ডিম ছাড়ে। এবার রেকর্ড পরিমাণ ডিম সংগ্রহের আবাস ডিম সংগ্রহকারীদের। চট্টগ্রামের রাউজান-হাটহাজারী সীমান্তের প্রায় ১৫ কিলোমিটার এলাকায় ডিম সংগ্রহে নেমেছে জেলেরা। শত শত নৌকা এখন নদীতে ডিম আহরণে ব্যস্ত। এবার প্রায় ৮ হাজার কেজি ডিম সংগৃহীত হয়। প্রতি নৌকায় ১৫ থেকে ১৬ কেজি করে ডিম সংগ্রহের খবর পাওয়া গেছে। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন জানান, রাতে হালদায় ডিম ছেড়েছে মা মাছ, যার প্রতীক্ষায় ছিল সংগ্রহকারীরা। তিনি বলেন, শনিবার রাত ৯টার দিকে নমুনা ডিম ছাড়ার ২ ঘণ্টা পর মা মাছ ডিম ছাড়তে শুরু করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক ও হালদা নদীর ওপর গবেষক মনজুরুল কিবরিয়া গণমাধ্যমকে বলেন, মা মাছ ডিম ছেড়েছে রাত প্রায় ১১টার দিকে। এবার সব চেয়ে বেশি ডিম ছেড়েছে বলে তিনি উল্লেখ করেন। এ বছর রেকর্ড পরিমাণ ডিম সংগ্রহ করা হয়েছে নদী থেকে। প্রথম ডিম ছাড়ার খবর পেয়ে খলিফার ঘোনা, রামদাশ মুন্সির হাট থেকে মদুনাঘাট পর্যন্ত ডিম সংগ্রহ শুরু করে সংগ্রহকারীরা। প্রসঙ্গত, চট্টগ্রামের হালদা বাংলাদেশের বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। কার্প জাতীয় মাছ এখানে ডিম ছেড়ে থাকে। পরিমাণে বেশি ডিম পাওয়া যায় এ নদী থেকে। প্রাকৃতিক মাছের ডিম সংগ্রহের জন্য এ নদীটি বরাবরই জেলেদের আকর্ষণ। প্রতি বছরই এপ্রিল থেকে শুরু হয় ডিম সংগ্রহের প্রস্তুতি। শত শত জেলে দূর-দূরান্ত থেকে হালদার পাড়ে এসে অপেক্ষায় থাকে। নদীতে দৃশ্যমান হয় জেলেদের নৌকা। গুণে ও মানে অনেক উন্নত হওয়ায় মৎস্য চাষীদের কাছেও হালদার পোনার কদর সবচেয়ে বেশি।
×