ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফতুল্লায় মাঠ উচ্ছেদে বাধা ॥ এলাকাবাসীর বিক্ষোভ

প্রকাশিত: ০৯:১২, ২৭ মে ২০১৯

 ফতুল্লায় মাঠ উচ্ছেদে বাধা ॥ এলাকাবাসীর বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সরকারী কর্মকর্তাদের আবাসন প্রকল্পের ভবন নির্মাণের জন্য নির্ধারিত ফতুল্লার আলীগঞ্জে খেলার মাঠে উচ্ছেদ করতে এসে স্থানীয় এলাকাবাসী ও ছাত্রছাত্রীদের বাধার মুখে পড়েছে গণর্পূত বিভাগ। রবিবার দুপুরে এ বাধার ঘটনা ঘটে। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন, কাজগপত্র যাচাই-বাছাই করে জায়গার মালিকানা নির্ধারণের সাত দিনের সময় দিয়েছেন বর্তমান দখলদারদের। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজওয়ান আহমেদের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ উচ্ছেদ করার জন্য এসে বাধার মুখে ফিরে যান। এ সময় স্থানীয় লোকজন ও বিভিন্ন স্কুল-কলেজে শিক্ষার্থীরা খেলার মাঠের প্রবেশমুখে বাধা দেয়। তারা মাঠের দাবিতে অনড় থেকে মানববন্ধন ও রাস্তায় টায়ার জ্বালিয়ে ও সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফতুল্লার এসি ল্যান্ড রেজোয়ান আহমেদের নেতৃত্বে আরও ছিলেন পিডব্লিউডির নির্বাহী প্রকৌশলী মোঃ জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী ও ফতুল্লা থানার ইন্সপেক্টর তদন্ত হাসানুজ্জামান।
×