ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ট্রেনের টিকেট না পেয়ে হতাশ অনেকেই

প্রকাশিত: ০৯:১০, ২৭ মে ২০১৯

 চট্টগ্রামে ট্রেনের টিকেট না পেয়ে হতাশ অনেকেই

মাকসুদ আহমদ, চট্টগ্রাম অফিস ॥ ঈদ যাত্রার চট্টগ্রাম থেকে ৫ দিনব্যাপী ১০টি আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শেষ হয়েছে রবিবার। টিকেট কালোবাজারি ঠেকাতে আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রিতে মোবাইল এ্যাপস’র মাধ্যমে বিক্রি কার্যক্রম ৫০ ভাগ। মোবাইল এ্যাপসে যেসব টিকেট বিক্রি হয়নি সেগুলো আজ সোমবার থেকে বিক্রি হবে। তবে এ বিষয়ে কোন নোটিস সাঁটানো হয়নি স্টেশন কম্পাউন্ডে বা টিকেট কাউন্টারের সামনে। বিশেষ স্লিপে যাত্রীর তথ্য ও ক্রেতার তথ্য নিয়ে কাউন্টারে টিকেট বিক্রি হয়েছে। লাইনে দাঁড়িয়ে থাকা পুরুষ ও মহিলা ভোটার আইডি রেজিস্ট্রেশনের মাধ্যমে সর্বোচ্চ ৪টি টিকেট কিনতে পেরেছে। এ বিষয়ে স্টেশনের বুকিং কাউন্টারে ও পাবলিক প্লেসে ব্যানার সাঁটানো হয়েছে। পূর্বাঞ্চলীয় বাণিজ্যিক কর্মকর্তা মোহাম্মদ আনসার আলী জানালেন, কোন টিকেট সংরক্ষণ হয়নি তবে কোন কোন ট্রেনে প্রতিবন্ধীদের জন্য মাত্র ২০টি টিকেট সংরক্ষিত ছিল। এছাড়াও এ্যাপসে যেসব টিকেট বিক্রি হয়নি সেগুলো আজ সোমবার থেকে কাউন্টারে পাওয়া যাবে। চট্টগ্রাম রেলস্টেশনে প্রত্যক্ষভাবে দেখা গেছে, সকাল ৯টা থেকে টিকেট বিক্রির কথা থাকলেও শনিবার জোহরের নামাজের পর থেকেই অনেকে সিরিয়াল দিয়েছে কাউন্টারগুলোর সামনে। রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেখা গেছে ১০টি কাউন্টারেই শত শত যাত্রী বা তাদের প্রতিনিধিদের ভিড়। এবার মহিলারাও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকেট নিয়েছে। তবে এই লাইনে বিশেষ করে পোশাক শিল্পে চাকরিজীবীরাই ছিল সবচেয়ে বেশি। এদিকে, ১০টি আন্তঃনগর ট্রেনে সর্বোচ্চ ৩ শত টিকেট বিক্রি হয়েছে কাউন্টারে দাঁড়িয়ে থাকা সাধারণ যাত্রীদের মাঝে। তবে ৫০ ভাগ টিকেট মোবাইলে বিক্রয় হওয়ায় এবার কালোবাজারিরা আরও বেশি উৎসাহিত হয়েছে। কারণ কালোবাজারিরা বিভিন্ন অপারেটরের মোবাইল সিমের মাধ্যমে টিকেট সংগ্রহ করার সুযোগ পেয়েছে। চট্টগ্রাম রেলস্টেশনে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একটি সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। কিন্তু এই সহায়তা কেন্দ্র থেকে কোন সহায়তা পায়নি যাত্রীরা। কারণ কাউন্টারে জমা দেয়ার জন্য যে তথ্য ফরম দেয়া হয়েছে তা নিরাপত্তা বাহিনীর সহায়তা কেন্দ্র্র থেকে দিতে পারেনি। কাউন্টারের সামনে থেকে নিতে হয়েছে। বাণিজ্যিক বিভাগ সূত্রে জানা গেছে, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ২২ মে থেকে ২৬ মে পর্যন্ত ৫ দিনব্যাপী অগ্রিম টিকেট বিক্রি কার্যক্রম শেষ হয়েছে রবিবার। সে অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্টেশনের বুকিং কাউন্টার থেকে গন্তব্যের টিকেট ক্রয় করেছেন গমনেচ্ছুরা। চট্টগ্রাম থেকে চারটি রুটে তথা চট্টগ্রাম-ঢাকা, চট্টগ্রাম-সিলেট, চট্টগ্রাম-চাঁদপুর ও চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে আন্তঃনগর ট্রেনে যাত্রীরা আরামদায়ক ভ্রমণ করবে ঈদ যাত্রায়। ২২ মে বিক্রি হয়েছে ৩১ মে যাত্রার টিকেট। ২৩ মে বিক্রি হয়েছে ১ জুনের, ২৪ মে বিক্রি হয়েছে ২ জুনের, ২৫ মে বিক্রি হয়েছে ৩ জুনের এবং ২৬ মে বিক্রি হয়েছে ৪ জুন যাত্রার টিকেট। অপরদিকে, ফিরতি ট্রেন যাত্রার জন্য আগামী ২৯ মে থেকে ২ জুন পর্যন্ত অগ্রিম টিকেট বিক্রি কার্যক্রম চলবে। আগামী ২৯ মে বিক্রি হবে ৭ জুনের টিকেট, ৩০ মে বিক্রি হবে ৮ জুনের, ৩১ মে বিক্রি হবে ৯ জুনের, ১ জুন বিক্রি হবে ১০ জুনের আর ২ জুন বিক্রি হবে ১১ জুন যাত্রার টিকেট।
×