ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বড়পুকুরিয়া জীবন ও সম্পদ রক্ষা কমিটির বিক্ষোভ

প্রকাশিত: ০৯:০৯, ২৭ মে ২০১৯

 বড়পুকুরিয়া জীবন ও  সম্পদ রক্ষা  কমিটির  বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ২৬ মে ॥ বড়পুকুরিয়া জীবন ও সম্পদ রক্ষা কমিটি রবিবার বেলা ১১টায় স্থানীয় বৈদ্যনাথপুর বাজারে বিক্ষোভ সমাবেশ করেছে। এ সমাবেশে খনি সংলগ্ন ঝুঁকিপূর্ণ বাঁশপুকুর, বৈদ্যনাথপুর ও চৌহাটি গ্রামের বসতবাড়ি, রাস্তাঘাট ও ব্যবসা প্রতিষ্ঠানের সুষ্ঠু সমাধানের জন্য বড়পুকুরিয়া কয়লাখনি কর্তৃপক্ষকে ১০ জুন পর্যন্ত সময় দেয়া হয়েছে। এ সময়ের মধ্যে ব্যবস্থা নেয়া না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছেন রক্ষা কমিটির নেতা ইব্রাহিম খলিল। আলহাজ্ব আ. কালামের সভাপতিত্বে এ সমাবেশে আরও বক্তব্য দেন গোলাম কিবরিয়া, খাদেমুল ইসলাম, রুহুল আমিন, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর প্রমুখ।
×