ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২৫ বছর বয়সে ভারতীয় পার্লামেন্টে

প্রকাশিত: ০৮:৪৩, ২৭ মে ২০১৯

 ২৫ বছর বয়সে ভারতীয় পার্লামেন্টে

ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে সবচেয়ে কম বয়সে এমপি নির্বাচিত হয়েছেন চন্দ্রানি মুরমু নামের এক নারী। ২৫ বছর বয়সী এই উপজাতি নারী ওড়িশার খেওঝাড় লোকসভা আসন থেকে নির্বাচিত হয়েছেন। এই আসনটিও অবশ্য উপজাতি অধ্যুষিত। স্থানীয় বিজেডি দলের প্রার্থী হিসেবে তিনি বিজেপির দুইবারের সংসদ সদস্য অনন্ত নায়ককে বিপুল ভোটে পরাজিত করেন। চন্দ্রানি মুরমু বলেন, প্রকৌশল নিয়ে পড়াশোনা শেষ করে হণ্যে হয়ে চাকরি খুঁজছিলাম। এর মধ্যে বিজেডি দলের কাছ থেকে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তাব আসে। প্রথমে ভয় পেয়েছিলাম। তবে যুব সমাজের উৎসাহে আমি প্রতিদ্বন্দ্বিতায় নামি। জয় পাব ভাবিনি। এখন মানুষের বিশেষ করে যুব সমাজের স্বপ্নপূরণে কাজ করতে চান চন্দ্রানি মুরমু। -এনডিটিভি
×