ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হাইকোর্ট ও আপীল বিভাগের ছুটি শুরু

প্রকাশিত: ১০:০৬, ২৬ মে ২০১৯

 হাইকোর্ট ও আপীল বিভাগের ছুটি শুরু

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের সর্বোচ্চ আদালতের হাইকোর্ট ও আপীল বিভাগে অবকাশকালীন ছুটি শুরু হয়েছে । আজ রবিবার থেকে আগামী ১৫ জুন পর্যন্ত সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত অন্যান্য ছুটি এবং কোর্টে অবকাশের কারণে টানা ২১ দিন সুপ্রীমকোর্টের হাইকোর্ট ও আপীল বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকলেও আপীল ও হাইকোর্ট বিভাগে জরুরী বিষয় নিষ্পত্তির জন্য অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে অবকাশে জরুরী বিষয় নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে বেঞ্চ গঠন করা হয়েছে। আগামী ১৬ জুন থেকে যথারীতি শুরু হবে সর্বোচ্চ আদালতের নিয়মিত বিচারিক কার্যক্রম।
×