ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

’২১ সালের পর আর বিদ্যুত যাবে না ॥ বিভাগীয় কমিশনার

প্রকাশিত: ০৯:৫১, ২৬ মে ২০১৯

 ’২১ সালের পর আর  বিদ্যুত যাবে না ॥  বিভাগীয়  কমিশনার

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া বলেছেন, ২০২১ সালের পর আর বিদ্যুত যাবে না। মেধাভিত্তিক পরিকল্পিত উদ্যোগ গ্রহণ এবং স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে সমন্বিত বাস্তবায়নের ফলে স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুত, কৃষি, প্রযুক্তি, যোগাযোগসহ সব ক্ষেত্রে অবিস্মরণীয় অগ্রগতি হচ্ছে, যা আজ বিশ্বব্যাপী প্রসংশিত। এমনকি দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রেও বাংলাদেশ বিশ্বে রোলমডেল সৃষ্টি করেছে। ভবিষ্যতের দিকে তাকিয়ে বর্তমানের উন্নয়নই হলো টেকসই উন্নয়নের অভীষ্ট। এক্ষেত্রে স্থানীয় সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করতে হবে। শনিবার দিনব্যাপী বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ^াসের সভাপতিত্বে কর্মশালায় এসডিজি বাস্তবায়নে কর্মপরিকল্পনা তৈরির লক্ষ্যে ‘বাগেরহাট জেলার দারিদ্র্য শূন্য পর্যায়ে এনে একটি আধুনিক মডেল জেলা হিসাবে গড়ে তোলার জন্য’ কিনোট উপস্থাপন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জহিরুল ইসলাম, এডিএম কামরুল ইসলাম।
×