ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আবারও হালদায় ডিম ছেড়েছে মা মাছ

প্রকাশিত: ০৯:৪৯, ২৬ মে ২০১৯

 আবারও হালদায়  ডিম ছেড়েছে  মা মাছ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শুক্রবার সন্ধ্যার পর থেকে চট্টগ্রামজুড়ে বর্ষণের সুবাদে হালদা নদীতে মা মাছ ডিম ছেড়েছে। তবে ডিম ছাড়ার এ বিষয়টি ব্যাপক হারে হওয়ার আগে নমুনা হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। উল্লেখ করা যেতে পারে এশিয়ার একমাত্র মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের এই হালদা নদী। রাউজান ও হাটহাজারী উপজেলার বুক চিরে হালদা নদীর অবস্থান। প্রতি মৌসুমের মতো এবারও ডিম সংগ্রহে নেমেছে মৎস্যজীবীরা। শুক্রবার সন্ধ্যার পর বজ্রসহ প্রবল বৃষ্টিপাত শুরু হলে ডিম সংগ্রহকারীরা যাবতীয় সরঞ্জাম নিয়ে হালদা নদীর পাড়ে অবস্থান নেয়।
×