ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কিশোরীর শ্লীলতাহানি

পাবনায় চাকরিচ্যুত সেনাসদস্য আটক

প্রকাশিত: ০৯:৪৬, ২৬ মে ২০১৯

 পাবনায় চাকরিচ্যুত  সেনাসদস্য  আটক

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৫ মে ॥ ভাঙ্গুড়া উপজেলার বাঙ্গালিয়া গ্রামে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে চাকরিচ্যুত সেনাসদস্য মজনু সরকারকে আটক করেছে পুলিশ। শ্লীলতাহানির শিকার ৫ মাসের অন্তঃসত্ত্বা ওই কিশোরীকে ওষুধ খাইয়ে গর্ভপাত করতে গেলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নির্যাতিতা কিশোরীর বাবা ভাঙ্গুড়া থানায় শুক্রবার রাতে লিখিত অভিযোগ করেন। পুলিশ রাতেই মজনু সরকারকে আটক করেছে। সে পারভাঙ্গুড়া ইউনিয়নের বাঙ্গালিয়া গ্রামের নুরুজ্জামান মাস্টারের ছেলে। জানা গেছে, পাঁচ মাস আগে এক সন্ধ্যায় মজনু সরকার বাড়ির পাশের ওই কিশোরীর বাড়িতে একা পেয়ে শ্লীলতাহানি করে। এ ঘটনা প্রকাশ করলে মেরে ফেলার হুমকি দেয়। ওই কিশোরী ভয়ে বিষয়টি চেপে যায়। কিছুদিন পরে মজনু একইভাবে বাড়িতে একা পেয়ে ওই কিশোরীকে আবারও শ্লীলতাহানি করে। এরপর ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বাবা-মাকে জানায়। মজনু সরকার গর্ভপাত করতে কিছু ওষুধ খাওয়ালে সে গুরুতর অসুস্থ হয়। গত বুধবার তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়টি দুই দিন উভয় পরিবার গোপন রাখলেও শুক্রবার জানাজানি হয়। শুক্রবার রাতে কিশোরীর বাবা ভাঙ্গুড়া থানায় মজনু সরকারের নামে অভিযোগ দায়ের করেন। স্থানীয় ইউপি সদস্য শরীফুল ইসলাম জানিয়েছেন, ৪ সন্তানের জনক মজনু সরকারের বিরুদ্ধে একাধিক শ্লীলতাহানি ও বিয়ের নামে প্রতারণার অনেক অভিযোগ রয়েছে। সেনাবাহিনীর চাকরির আচরণবিধি লঙ্ঘন করায় তাকে চাকরিচ্যুত করা হয়। ভাঙ্গুড়া থানার ডিউটি অফিসার এএসআই সেলিম রেজা জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরই ধর্ষককে আটক করা হয়েছে। এছাড়া কিশোরীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শ্লীলতাহানির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। শনিবার ওই কিশোরীকে পাবনা সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। মজনু সরকারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
×