ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাগুরায় দুই দিনব্যাপী বাউল উৎসব

প্রকাশিত: ০৯:৩৭, ২৬ মে ২০১৯

 মাগুরায় দুই দিনব্যাপী বাউল উৎসব

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ মাগুরায় দুই দিনব্যাপী বাউল উৎসব সোমবার বিকেলে শেষ হয়েছে। বিশিষ্ট লালন সাধক ফকির সব্দার সাইজির ১৯তম মৃত্যুবাষির্কী উপলক্ষে তার ভক্ত ও অনুসারীরা এ অনুষ্ঠানের আযোজন করেন। মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামের আখড়াবাড়িতে দুইদিন ব্যাপী এ অনুষ্ঠান শুরু হয়েছিল। উৎসবে লালন ও বাউল দর্শনের ওপর বক্তব্য রাখেন লালন গবেষকরা। উৎসবে বাউলও লালনগীতি ও লালন সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত বাউল ও লালন শিল্পীরা। উৎসবে মাগুরা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়াসহ বিভিন্ন জেলা থেকে ৩ শতাধিক বাউল সাধক ও শিল্পী অংশ নেন। এ ছাড়াও বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠাটি উপভোগ করেন। সোমবার বিকেলে দুই দিনব্যাপী বাউল উৎসব শেষ হয়। আয়োজকদের অন্যতম সিদ্দিক শাহ জানান, প্রতিবছর বাংলা সনের জ্যৈষ্ঠ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছর ফকির সব্দার সাইজির ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আযোজন করা হয়।
×