ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আমতলীতে নদীতে ডুবে শ্রমিকের মৃত্যৃ

প্রকাশিত: ০৯:৩৬, ২৫ মে ২০১৯

আমতলীতে নদীতে ডুবে শ্রমিকের মৃত্যৃ

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা ॥ বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া নদীতে ডুবে শ্রমিক জলিল হাওলাদারের (৩০) মৃত্যু হয়েছে। শনিবার পুলিশ শ্রমিকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, তালতলী উপজেলার আলীরবন্দর গ্রামের ইদ্রিস হাওলাদারের পুত্র জলিল দিন মজুরী কাজের জন্য আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া বাজারে আসেন। ওই বাজারে বালুর ট্রলারে বালু উত্তোলনের কাজ নেয় সে। শুক্রবার দুপুরে কাজ শেষে জলিল বাজার সংলগ্ন আড়পাঙ্গাশিয়া নদীতে গোসল করতে নামে। গোসল করতে নেমে আর সে নদী থেকে উঠেনি। অনেক খোঁজাখুঁজির পরেও তার কোন সন্দান পায়নি স্বজনরা। শনিবার সকালে নদী থেকে তার লাশ তীরে ভেসে উঠে। স্থানীয় লোকজন দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, নদী থেকে শ্রমিকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়।
×