ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ফিরে আসা দৃশ্যমান নয়

প্রকাশিত: ০৯:২২, ২৬ মে ২০১৯

 পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ফিরে আসা দৃশ্যমান নয়

পুঁজিবাজার ধসের পর সাধারণ বিনিয়োগকারীদের ফিরে আসা এখনও দৃশ্যমান নয়। সাধারণ বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা বেশ বড় চ্যালেঞ্জ। এই সমস্যা শুধু সরবরাহ ঘাটতি নয় বরং চাহিদা স্বল্পও। তাই পুঁজিবাজার ও মুদ্রাবাজারের মধ্যে কার্যকর সমন্বয়ের প্রস্তাব করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনা ২০১৯-২০ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব জানানো হয়। অর্থনীতি সমিতির সভাপতি ড. আবুল বারাকাত বলেন, পুঁজিবাজার ও অর্থবাজারের এই সমস্যা সমাধানে সরকারী ও কর্পোরেট বন্ড মার্কেট সৃষ্টি করা খুব জরুরী। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশীদের জন্য বন্ড প্রচলন এর ব্যবস্থা করা প্রয়োজন। -অর্থনৈতিক রিপোর্টার
×