ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নওগাঁর পোরশায় আম ব্যাবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ০৯:২১, ২৫ মে ২০১৯

নওগাঁর পোরশায় আম ব্যাবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর পোরশায় আমে ফরমালিন দেয়া ও মেয়াদপূর্তির পূর্বেই গাছ থেকে আম নামানোর কারনে ২৫মন ল্যাংড়া আমসহ সাজেমান (৫৫) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পোরশা থানা পুলিশ। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর গ্রামের মৃতু ওয়াজেদ আলীর ছেলে। থানা সূত্রে জানা গেছে, আমে ফরমালিন মেশানো হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই বাবুল সঙ্গীয় ফোর্সসহ শনিবার দুপুরে পলাশডাংগা আতাউর রহমান মাস্টারের বাগান থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে বিকালে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজেমানের ২০হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩মাসের কারাদন্ড প্রদান করেন। উদ্ধারকৃত আমগুলির মধ্যে ফরমালিন মেশানো ১৫মন আম ধ্বংস এবং বাঁকি ১০মন আম পোরশা বড় মাদ্রাসায় দিয়ে দেয়া হয়েছে।
×