ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঘোষণা ছাড়া উদ্যোক্তা শেয়ার বিক্রি সম্ভব নয়

প্রকাশিত: ০৯:২১, ২৬ মে ২০১৯

 ঘোষণা ছাড়া উদ্যোক্তা শেয়ার বিক্রি সম্ভব নয়

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক রকিবুর রহমান বলেন, এক কোম্পানির উদ্যোক্তা শেয়ার বিক্রি করে দিয়েছেন, কিন্তু তার কোন খবর বিনিয়োগকারীরা জানে না। এ বিষয়ে ডিএসইর কারণ দর্শানোর জবাবে ওই উদ্যোক্তা জানায়, ১ কোটি শেয়ার যদি ঘোষণা দিয়ে বিক্রি করতাম, তাহলে শেয়ারের দাম কমে যেত। এ থেকেই বোঝা যায় ওই উদ্যোক্তা কত বড় খামখেয়ালিপনা। আমার কাছে মনে হয়, এরা আইনকে তোয়াক্কা করে না। তবে আশার কথা হলো ভবিষ্যতে আর এমনটি করা সম্ভব হবে না। এরই মধ্যে উদ্যোক্তাদের শেয়ারে লক করে দেয়া হয়েছে। শুক্রবার রাজধানীর ঢাকা ক্লাবে শেয়ারবাজার নিয়ে রিপোর্টিং করা সাংবাদিকদের সঙ্গে ডিএসইর আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ডিএসইর চেয়ারম্যান ড. আবুল হাশেম, পরিচালক মিনহাজ মান্নান ইমন ও হানিফ ভূইয়া, ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান, সিএফও আব্দুল মতিন পাটোয়ারিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রকিবুর রহমান বলেন, আরেকটি কোম্পানির একদিকে ব্যবসা ও ইপিএস বাড়ছে, আরেকদিকে শেয়ার দর বাড়ছে। বাড়তে বাড়তে শেয়ার দর যখন আকাশে, তখন উদ্যোক্তারা ঘোষণা ছাড়াই শেয়ার বেচে দিল। এরপরে ব্যবসাও নাই, ইপিএসও নাই। এই যে একটা অরাজকতা, এগুলোকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। তিনি বলেন, অডিট রিপোর্ট দেখে বিনিয়োগকারীরা বিনিয়োগ করে। কিন্তু সেই অডিট রিপোর্ট যদি ছয়-নয় হয়, তাহলে বিনিয়োগকারীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আপনারা (সাংবাদিক) জানেন বিগত কয়েক বছর আগে ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) গঠনের জন্য আন্দোলন করেছি। যে কাউন্সিল ছয়-নয় আর্থিক হিসাব তৈরিকারীদের ধরার জন্য কাজ করবে। দীর্ঘদিনের প্রচেষ্টার পরে আমরা সেই কাউন্সিল গঠনে সফল হয়েছি। কিন্তু আমরা অবাক হয়ে যাই, যখন দেখি এফআরসির নির্দেশে একটি কোম্পানির অডিটর দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড এ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর ডাকে সাড়া দেয় না। তিনি আরও বলেন, একটি কোম্পানির ছয়-নয় আর্থিক হিসাব নিয়ে ওই অডিটরকে আইসিএবি ডেকেছিল। কিন্তু পার্টনার দেশের বাহিরে থাকায় ওই অডিটর এই মুহূর্তে দেখা করতে পারবে না বলে জানায়। দেখা করতে সময় লাগবে।
×