ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কলম ধরলেন মমতা

প্রকাশিত: ০৯:০৮, ২৬ মে ২০১৯

 সাম্প্রদায়িক শক্তির  বিরুদ্ধে কলম  ধরলেন মমতা

এবার সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কলম ধরলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বাংলা, হিন্দী ও ইংরেজী ভাষায় কবিতা লিখেছেন মমতা। কারও নাম না করলেও মনে করা হচ্ছে এই কবিতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহকে নিশানা করা হয়েছে। ঠিক দুদিন আগে লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়। তাতে গোটা ভারতের মতো পশিচমবঙ্গেও দারুণ ফল করে নরেন্দ্র মোদির বিজেপি। কবিতায় মমতা লিখেছেন, আমি সাম্প্রদায়িকতার রঙে বিশ্বাস করি না। আমি ধর্মীয় উগ্রতায়ও আস্থা রাখি না। যে ধর্ম মানুষের থেকে উঠে আসে আমার আস্থা শুধু তাতেই। কবিতায় বাংলায় সন্ত্রাসের প্রসঙ্গও স্থান পেয়েছে। ভারতে সদ্য সমাপ্ত সপ্তদশ লোকসভা নির্বাচনে প্রতিদিন রাজ্যের একাধিক জায়গায় গোলযোগ হয়েছে। নির্বাচনের রোড শো চলাকালীন খোদ কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গা হয়েছে। সে কথা আছে মমতার কবিতায়। এবারের নির্বাচনে বুথ ফেরত সকল সমীক্ষাকে ছাপিয়ে গিয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গজুড়ে গেরুয়া সুনামি আছড়ে পড়েছে। এবার নানা দিক থেকে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে বিজেপি। অন্যদিকে বামেরা কার্যত প্রান্তিক শক্তিতে পরিণত হয়েছে। রাজ্যের ৪২ টি আসনের মধ্যে ২২টিতে জিতেছেন তৃণমূল প্রার্থীরা। ১৮টিতে জিতেছেন বিজেপি প্রার্থীরা। কংগ্রেস জিতেছে দুটি আসনে। বামেরা ভোট গণনা শুরু থেকে একবারও কোন আসনে এগিয়ে যেতে পারেনি। একটি ছাড়া অন্য সকল আসনে বাম প্রার্থীদের জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে। তৃণমূলের দখলে ২২ টি আসন থাকলেও আগামী দিনে রাজ্যে নিজেদের আধিপত্য ধরে রাখা তৃণমূলের কাছে বেশ কঠিন বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এমনিতেই লোকসভা নির্বাচনের ফল সম্পূর্ণ প্রকাশ হওয়ার আগেই টুইট করে প্রতিক্রিয়া দেন মমতা। তিনি বলেছিলেন জয়ীদের অভিনন্দন। -এনডিটিভি
×