ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের সীমান্ত দেয়াল নির্মাণে অস্থায়ী নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৯:০৭, ২৬ মে ২০১৯

 ট্রাম্পের সীমান্ত  দেয়াল নির্মাণে অস্থায়ী নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের এক ফেডারেল বিচারক মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য প্রতিরক্ষা বিভাগ থেকে অর্থ ব্যবহারে শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন। এই নিষেধাজ্ঞা ট্রাম্পের জন্য একটি বড় ধরনের আঘাত। -ওয়েবসাইট ট্রাম্প কংগ্রেসকে এড়িয়ে সীমান্ত দেয়াল প্রকল্পে অর্থ সংগ্রহের জন্য জরুরী অবস্থা জারি করেছিলেন। নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের প্রতিশ্রুতি দেন। বিচারক হ্যায়উড গিলিয়াম প্রতিরক্ষা বিভাগের কথা উল্লেখ করে নির্দেশ দেন, প্রতিরক্ষা দফতরের অর্থ ব্যবহার করে দেয়াল নির্মাণ সংক্রান্ত যে কোন ধরনের কর্মকান্ডের ওপর নিষেধাজ্ঞা জারি করা হলো।
×