ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইউএন-হ্যাবিটেট এসেম্বলীতে যোগ দিতে কেনিয়া যাচ্ছেন গণপূর্ত মন্ত্রী

প্রকাশিত: ০৭:৪৯, ২৫ মে ২০১৯

ইউএন-হ্যাবিটেট এসেম্বলীতে যোগ দিতে কেনিয়া যাচ্ছেন গণপূর্ত মন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ কেনিয়ার রাজধানী নাইরোবীতে অনুষ্ঠেয় ইউএন-হ্যাবিটেট এসেম্বলীর প্রথম অধিবেশনে যোগ দিতে কেনিয়া সফরে যাচ্ছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, এমপি। শনিবার রাত তিনটার ফ্লাইটে করে কেনিয়ার রাজধানী নাইরোবীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। উল্লেখ্য, কেনিয়ার রাজধানী নাইরোবীতে ২৭ মে থেকে ৩১ মে ২০১৯ পর্যন্ত পাঁচ দিনব্যাপী ইউএন-হ্যাবিটেট এসেম্বলীর প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। উক্ত অধিবেশনে বাংলাদেশসহ জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের সরকারি, বেসরকারি সংস্থা ও সিভিল সোসাইটির প্রতিনিধিগণের যোগ দেবে। উক্ত অধিবেশনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। মন্ত্রী অধিবেশনে বাংলাদেশের রোহিঙ্গা সমস্যাসহ নগর উন্নয়ন বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। রোহিঙ্গা সমস্যার উপর গুরুত্বারোপ করে অধিবেশনের একটি সেশনে প্রধান অতিথি হিসেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর বক্তব্য প্রদানকরবেন বলে জানা গেছে।
×