ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানালেন হাসান রুহানি

প্রকাশিত: ০০:৩৬, ২৫ মে ২০১৯

নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানালেন হাসান রুহানি

অনলাইন ডেস্ক ॥ ভারতের পার্লামেন্ট নির্বাচনে বিজেপি’র ভূমিধস বিজয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। সম্প্রতি তিনি নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টিকে শুভেচ্ছা জানান। আগামী পাঁচ বছরে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক ও সহযোগিতা অতীতের চেয়ে আরো শক্তিশালী হবে বলে প্রেসিডেন্ট রুহানি আশা প্রকাশ করেন। সম্প্রতি সাত দফায় ভারতের ৫৪২ আসন বিশিষ্ট পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৩ মে ঘোষিত ফলাফলে দেখা যায় ভারতীয় জনতা পার্টি এককভাবে ৩৪৩ আসনে বিজয়ী হয়ে আবার সরকার গঠনের যোগ্যতা অর্জন করেছে। এপ্রিল মাসে শুরু হওয়া লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন প্রায় ৯০ কোটি ভোটার। ভারতের সরকার গঠনের জন্য একটি রাজনৈতিক দলকে ২৭২ আসন পেতে হলেও বিজেপি তার চেয়ে অনেক বেশি আসন পাওয়ায় আগামী পাঁচ বছর একটি শক্তিশালী সরকারের নেতৃত্ব দেবেন নরেন্দ্র মোদি। তবে তার দলের উগ্র হিন্দুত্ববাদী চেতনার কারণে বিজেপি’র এ ভূমিধস বিজয়ে মুসলমানসহ ভারতের অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
×