ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘পাকিস্তানকে দুর্বল ভাবলে ভুল হবে’

প্রকাশিত: ১০:১১, ২৫ মে ২০১৯

 ‘পাকিস্তানকে দুর্বল ভাবলে ভুল হবে’

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তানের সম্প্রতিক ফর্ম মোটেই ভাল নয়। আমিরাতে অস্ট্রেলিয়ার কাছে পাঁচ ওয়ানডের সিরিজে লজ্জাজনকভাবে ‘হোয়াইটওয়াশ’ হয়ে ইংল্যান্ডে পা রাখে সরফরাজ আহমেদের দল। বিশ্বকাপের আগে প্রস্তুতির শেষ সুযোগটাও কাজে লাগাতে পারেনি তারা। পাঁচ ওয়ানডেতে হার ৪-০ ব্যবধানে। তবু সব প্রতিপক্ষকে ‘আনপ্রেডিক্টেবল’ পাকিদের বিসয়ে সতর্ক থাকার পরামর্শ দিলেন কুমার সাঙ্গাকারা। সাবেক লঙ্গান গ্রেটের মতে, বিশ্ব ক্রিকেটে পাকিস্তান এমন এক দল যারা পেছন থেকে শুরু করে কিন্তু আচমকাই হয়ে ওঠে ভয়ঙ্কর। সময়টা খারাপ গেলেও পাকিরা যেকোন প্রতিপক্ষকে গুড়িয়ে দেয়ার ক্ষমতা রাখে বলে মনে করেন সাঙ্গা। তিনি বলেন, ‘পাকিস্তান সবসময়ই কঠিন একটি দল। ফেবারিটের তালিকায় না থাকলেও, একেবারেই শেষ মুহূর্তে জ্বলে উঠতে সক্ষম। তাই তাদের নিয়ে সব দলেরই সতর্ক থাকা প্রয়োজন।’ স্থানীয় এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাতকারে সাঙ্গাকারা বলেন, ‘সম্প্রতি ফর্মের বিচারে পাকিস্তানকে দুর্বল ভাবলে ভুল হবে। যেকোন দলের চাইতে অনেক বেশি শক্তিশালী তারা। তারা পেছন থেকেই শুরু করে বড় বড় সাফল্য অর্জন করে নেয়। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিই সেই প্রমাণ দেয়। তাদের সহজভাবে নেয়া উচিত নয়। পাকিস্তানের বিষয়ে সবার সতর্ক থাকতে হবে।’ লীগ পর্বে ভাল বা খারাপ খেলুক, নকআউট পর্বে পাকিস্তান পৌঁছে গেলে তাদের আটকানো কঠিন হবে বলে মনে করেন সাঙ্গাকারা। তিনি আরও বলেন, ‘পাকিস্তান সবসময়ই অ-ধারাবাহিক একটা দল। কিন্তু তারা যদি একবার নক-আউট পর্বে পে্যঁছে যায়, তখন আরও বেশি অপ্রতিরোধ্য হয়ে উঠবে। যেকোন দলকে হারিয়ে দিতে পারে।’ তবে পাকিস্তান বোলারাদের আরও উন্নতির প্রয়োজন আছে বলে মনে করেন সাঙ্গাকারা, ‘ইংল্যান্ডের মাটিতে সবশেষ সিরিজে বোলাররা ভাল করতে পারেনি। সব ম্যাচেই তিন শ’র ওপরে রান দিয়েছে। তাই বিশ্বকাপে পাকিস্তানের বোলাদের আরও উন্নতি করতে হবে এবং ভাল পারফর্মেন্স করতে হবে।’ সময়টা খুবই বাজে যাচ্ছে পাকিস্তানের। টানা ১১ ওয়ানডেতে কোন জয় নেই (একটি পরিত্যক্ত)। সর্বশেষ জয় গত জানুয়ারিতে। আর ২০১৮ সালের জুনের পর কোন দ্বিপক্ষীয় সিরিজ বা টুর্নামেন্টে জয় পায়নি। এশিয়া কাপে ব্যর্থ, নিউজিল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা, দক্ষিণ আফ্রিকার কাছে ৩-২ ব্যবধানে সিরিজ হার, অস্ট্রেলিয়ার কাছে ৫-০ ব্যবধানে হার, ইংল্যান্ডের কাছে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে হার। তাই আসন্ন বিশ্বকাপে পাকিস্তানকে অনেকেই দুর্বল মনে করছেন। কিন্তু সাঙ্গা তা ভাবছেন না। দুটি প্রস্তুতি ম্যাচ শেষে ৩১ মে নটিংহামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মূল লড়াই শুরু করবে সরফরাজ আহমেদের দল।
×