ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এভারেস্টেও ‘ট্রাফিক জ্যাম’!

প্রকাশিত: ০৯:৩৮, ২৫ মে ২০১৯

  এভারেস্টেও  ‘ট্রাফিক জ্যাম’!

যানজট বর্তমান বিশ্বের অন্যতম প্রধান সমস্যা। এবার, গাড়ি- ঘোড়া না থাকলেও এভারেস্টে শুরু হয়েছে যানজট। বিশ্বের সর্বোচ্চ পর্বতচূড়ায় পৌঁছাতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে আরোহীদের। গত বুধবার হিমালয় চূড়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়। এদিন সকালে বিভিন্ন দেশের প্রায় দুই শতাধিক পর্বতারোহী ৮ হাজার ৮৪৮ মিটার উঁচু চূড়ায় উঠতে এভারেস্টের ক্যাম্প ৪-এ পৌঁছান। একসঙ্গে অনেক বেশি লোক জড়ো হওয়ায় বিশ্বের সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে তাদের দুই ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করতে হয়। নেপালের পর্যটন মন্ত্রণালয়ের লিয়াজোঁ কর্মকর্তা জ্ঞ্যানেন্দ্র শ্রেষ্ঠ বলেন, এদিন গাইডসহ প্রায় দুই শতাধিক পর্বতারোহী এভারেস্টের সমাবেশস্থলে জড়ো হন। তবে চূড়ায় পৌঁছানোর মতো আবহাওয়া পাওয়া যাচ্ছিল ক্ষণিকের জন্য। এ কারণে অনেক পর্বতারোহীই সেখানে বিকেল পর্যন্ত আটকা পড়েন। তবে ঠিক কতজন আটকা ছিলেন তা নিশ্চিত নয়। এদের মধ্যে অনেকেই পর্বতচূড়া থেকে ফিরে এসেছেন বলেও জানান জ্ঞ্যানেন্দ্র শ্রেষ্ঠ। এবারের বসন্ত মৌসুমে রেকর্ডসংখ্যক ৩৮১ পর্বতারোহীকে এভারেস্টে ওঠার অনুমতি দিয়েছে নেপাল।-ইয়াহু নিউজ
×