ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুমিল্লায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত

প্রকাশিত: ০৮:৪৯, ২৫ মে ২০১৯

 কুমিল্লায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৪ মে ॥ পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জাকির হোসেন ওরফে কালা জাকির নামে পুলিশের তালিকাভুক্ত এক শীর্ষ মাদক বিক্রেতা নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ২টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার পালপাড়া ব্রিজ সংলগ্ন গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত মাদক বিক্রেতা কালা জাকির কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকার সুলতান আহম্মদের ছেলে। পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে তালিকাভুক্ত শীর্ষ মাদক বিক্রেতা কালা জাকিরকে আটক করতে রাত ২টার দিকে আদর্শ সদর উপজেলার পালপাড়া ব্রিজ সংলগ্ন গোমতী নদীর বাঁধ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা কালা জাকির ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। এতে মাদক বিক্রেতা জাকির গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি এলজি, দুই রাউন্ড গুলি ও ১২শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহতের বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে। চট্টগ্রামে ছিনতাইকারী আহত স্টাফ রিপোর্টার চট্টগ্রাম থেকে জানান, চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার ভাঙ্গারপুল এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ছিনতাইকারী আহত হয়েছে। গুলিবিদ্ধ ছিনতাইকারীর নাম মামুন উদ্দিন (২৬)। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পুলিশ অকুস্থল থেকে একটি অস্ত্র উদ্ধার করেছে। খুলশী থানা সূত্রে জানানো হয়, ঝাউতলা এলাকায় গত ২১ মে বিকেলে ডিবি পুলিশ পরিচয়ে একটি বাস থামিয়ে এক যাত্রীর কাছ থেকে ৩ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছিল মামুনসহ ছিনতাইকারীরা। এ ঘটনায় মামলা দায়ের করেন পরিস্থিতির শিকার গণেশ সিংহ। মামলার ভিত্তিতে গত বৃহস্পতিবার ফটিকছড়িতে অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করে জাহেদ ও আরিফুল ইসলাম নামে দুই যুবককে। এ দুইজনের কাছ থেকে নগদ ৩২ হাজার টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল। পরে তাদের কাছ থেকে পাওয়া তথ্যে রাতে ছিনতাইকারী মামুনকে ধরতে গিয়ে ‘বন্দুকযুদ্ধ’ হয় পুলিশের সঙ্গে। এতে মামুন আহত হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি এলজি।
×