ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চুয়াডাঙ্গায় বিদ্যুত স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৮:৪১, ২৫ মে ২০১৯

চুয়াডাঙ্গায় বিদ্যুত  স্পৃষ্টে শ্রমিকের  মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ২৪ মে ॥ দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের একটি হ্যাচারিতে বিদ্যুতস্পৃষ্টে হাসান আলী (১৮) নামের এক মাটিকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। হাসান আলী একই উপজেলার জয়রামপুর গ্রামের মাঠপাড়ার সোহেল রানার ছেলে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার লোকনাথপুর গ্রামের মাহিম হ্যাচারির টিউবওয়েলে পানি আনতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা যায়। জানা গেছে, প্রতিদিনের ন্যায় এদিন সকালে তারা চারজন শ্রমিক মাহিম হ্যাচারির পুকুর থেকে বালি কেটে ট্রাক্টরে বোঝাই করে। পরে খাবার খাওয়ার জন্য হাসান আলী হ্যাচারির ভেতরের টিউবওয়েলের সঙ্গে সংযুক্ত মোটর থেকে পানি আনতে যায়। আগে থেকে বিদ্যুতায়িত হয়ে থাকা টিউবওয়েলে হাত দিলে সে বিদ্যুতায়িত হয়। এ সময় হ্যাচারির শ্রমিকরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়ার পথে সে মারা যায়। উল্লেখ্য, এর আগের দিন বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে একই হ্যাচারির নারী শ্রমিক লোকনাথপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী ফাইমা খাতুন (৩২) একই টিউবওয়েলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
×