ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যবসায়ী সোহেল হত্যার প্রধান আসামির ঘর থেকে অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ০৮:৩৯, ২৫ মে ২০১৯

 ব্যবসায়ী সোহেল  হত্যার প্রধান  আসামির ঘর থেকে অস্ত্র  উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৪ মে ॥ রাজৈর উপজেলার বহুল আলোচিত ব্যবসায়ী সোহেল হত্যার প্রধান আসামি বাজিতপুর ইউপি ভবনে বসবাসকারী চেয়ারম্যান সিরাজুল ইসলাম হাওলাদারের ব্যবহৃত কক্ষ থেকে একটি বিদেশী রিভলভার ও একটি হকিস্টিক উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ শুক্রবার দুপুরে ফোর্স নিয়ে উপজেলার বাজিতপুর ইউনিয়ন পরিষদ ভবনের ওই কক্ষে তল্লাশি চালায় । এ সময় ভবনের দ্বিতীয় তলায় ফ্লোরে বিছানো তোশকের নিচ থেকে একটি বিদেশী রিভলভার ও একটি হকিস্টিক উদ্ধার হয়। পারিবারিক কলহের কারণে চেয়ারম্যান সিরাজুল ইসলাম ইউনিয়ন পরিষদ ভবনের দ্বিতীয় তলায় বসবাস করে আসছিল । উল্লেখ্য, একই গোষ্ঠীর সোহেল হত্যা মামলার প্রধান আসামি হয়ে সে পলাতক রয়েছে। গত ৯ মে রাতে বাজিতপুর মজুমদার বাজারে স্ত্রীর সঙ্গে পরকীয়ার সন্দেহ ও উপজেলা নির্বাচনে বিরোধিতার জের ধরে সোহেলকে কুপিয়ে হত্যা করে।
×