ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফিরোজ কবির ডলারের ঈদের নাটক ‘হাসির পাত্র’

প্রকাশিত: ০৮:২৩, ২৫ মে ২০১৯

   ফিরোজ কবির ডলারের ঈদের নাটক ‘হাসির পাত্র’

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ের অন্যতম মেধাবমী নির্মাতা ফিরোজ কবির ডলার। একজন সুরকার, গীতিকার ও শিল্পী হিসেবে পরিচিতি পেলেও নাট্য নির্মাতা হিসেবে প্রশংসায় কুড়িয়েছেন। এ পর্যন্ত বেশ কিছু নাটক নির্মাণ করে পরিচালক হিসেবে মেধার স্বাক্ষর রেখেছেন। বিশেষ করে দীপ্ত টিভির ধারাবাহিক ‘অপরাজিতা’ নাটক নির্মাণ করে ব্যাপক পরিচিতি পেয়েছেন। এরপর একই চ্যানেলের জন্য ‘খলনায়ক’ নামের আরও একটি ধারাবাহিক নাটক নির্মাণ করে আলোচনায় আসেন। নিয়মিত নাটক নির্মাণের ধারাবাহিকতায় এবারের আসন্ন ঈদ-উল-ফিতরে প্রচারে জন্য তিনি নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘হাসির পাত্র’। পরিচালক সুত্রে জানা গেছে এই নাটকটি ঈদ-উল-ফিতরের বিশেষ অনুষ্ঠানমালায় স্যাটেলাইট চ্যানেল দীপ্ত টিভিতে প্রচার হবে। ঈদের অন্যতম বিশেষ চমক হবে নাটক ‘হাসির পাত্র’। কলিন রড্রিক রচিত নাটকটি পরিচালনা করেছেন এই সময়ের মেধাবী তরুণ নির্মাতা ফিরোজ কবির ডলার। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম, অহনা রহমানসহ আরও অনেকে। ‘হাসির পাত্র’ নাটকের কাহিনীতে দেখা যাবে হাসি যখন কিশোরী তখন প্রেমে পড়েছিল ইমরানের। সে এখন সব পাত্রের ভেতর ইমরানকে খুঁজতে যায়। কারও মধ্যেই তাকে না পেয়ে হতাশ হয়ে পাত্র রিজেক্ট করে। লাকি সেভেন পাত্র হিসেবে হাসির সঙ্গে দেখা করতে আসে ফাহমি। একটা এ্যাডফার্মে কপিরাইটার হিসেবে কাজ করা ফাহমি বোকা-সোকা মানুষ। তার জীবনের ব্রত ঘুমানো এবং ঘুমানো। এ অবস্থায় প্রেম করা কিংবা বিয়ে দুটোই তার অনেক ঝক্কি-ঝামেলার কাজ মনে হয়। মেয়ে সে দেখতে এসেছে কেবল বাড়ির চাপে পড়ে। জানে কোন মেয়েই তার পছন্দ হবে না। কিন্তু ঘটে উল্টো। হাসিকে দেখে সে প্রেমে পড়ে যায়। ওদিকে হাসির ঠিক একইভাবে পছন্দ হয় না পাত্র। ফাহমি তা জানার পর ভেঙ্গে পড়ে। তবে তিনদিন পর শুরু হয় ফাহমির নতুন জীবন। ফাহমি তার স্বভাবসুলভ আলসেমি ছেড়ে এক অতি ব্যস্ততার জীবন শুরু করে। কিন্তু কিছুতেই কিছু হয় না। হাসির মন পায় না ফাহমি। হতেও পারে না হাসির পাত্র। সে সিদ্ধান্ত নেয় তিব্বত চলে যাবে। সেখানে গিয়ে ধ্যানে বসবে। ওদিকে ফাহমির এই অবস্থার খোঁজ-খবর নিয়মিত পেতে থাকে হাসি। তবে তিব্বত যাওয়ার কথা শুনে সে আর নিজেকে ধরে রাখতে পারে না। এদিকে তিব্বতে সত্যি সত্যি ধ্যানে বসে ফাহমি। টিভি চ্যানেলে লাইভ শুরু হয় ফাহমিকে নিয়ে। তা দেখে হাসি ছুটে আসে। ফাহমির ধ্যানভঙ্গ করে জানায় ফাহমি হাসির পাত্র হোক, কারণ হাসি হাসির পাত্রী হতে পারবে না!
×