ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নজরুল জয়ন্তীতে আয়োজন

প্রকাশিত: ০৮:১৮, ২৫ মে ২০১৯

নজরুল জয়ন্তীতে আয়োজন

সংস্কৃতি ডেস্ক ॥ দ্রোহের কবি, সাম্যের কবি, মানবতার কবি, প্রেমের কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মদিন আজ। এ উপলক্ষে দেশের স্যাটেলাইট চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। চ্যানেলগুলোর বিশেষ আয়োজন নিয়ে এ প্রতিবেদন। এনটিভিতে বিশেষ নাটক ‘তবু আমারে দেব না ভুলিতে’ : নজরুল জয়ন্তী উপলক্ষে এনটিভিতে আজ রাত ৯-০৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘তবু আমারে দেব না ভুলিতে’। কাজী নজরুল ইসলামের জনপ্রিয় গান ‘তবু আমারে দেব না ভুলিতে’ অবলম্বনে নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন সারওয়ার রেজা জিমি। পরিচালনা করেছেন তুহিন হোসেন। নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো, অপর্ণা ঘোষ, এ কে আজাদ সেতু, চৈতালী চৈতী, সুবহা প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে আট বছর পর বিশেষ একটা কারণে দেশে ফিরেছে মাশফিক। একজন মানুষকে খুঁজে বের করতে হবে তাকে। এই খোঁজার মধ্য দিয়েই উঠে আসে আট বছর আগের বিশ্ববিদ্যালয় জীবন, বন্ধুত্ব, প্রেম, প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি ভঙ্গের চিরায়ত এক গল্প। কিন্তু স্মৃতির অলি-গলিতে মাশফিকের নতুন করে হাঁটার গল্পে থাকে নতুন উপলব্ধিও। জীবন আর সম্পর্ককে বুঝে ওঠার সে যাত্রায় কেউ কাউকে ভুলে যেতে দেয় না, কোন না কোনভাবে জড়িয়ে থাকে জীবনের সঙ্গে। চ্যানেল আইয়ের অনুষ্ঠান : আজ সকাল ৭-৩০ মিনিটে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে ‘গানে গানে সকাল শুরু’। এ পর্বে অংশ নেবেন নজরুল সঙ্গীতের জনপ্রিয় শিল্পীরা। এরপর সকাল ১১-০৫ মিনিটে দেখান হবে টেলিফোনে দর্শকদের সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠান ‘সরাসরি নজরুল’। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন আমীরুল ইসলাম। বেলা ১-০৫ মিনিটে নজরুলের গল্প অবলম্বনে নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘মেহের নেগার’। মৌসুমী ও মুশফিকুর রহমান গুলজার পরিচালিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন মৌসুমী, ফেরদৌস, ইরিন জামান, প্রবীর মিত্র প্রমুখ। রাত ৭-৫০ মিনিটে রয়েছে শহিদুল আলম সাচ্চুর পরিচালনায় ফেরদৌস আরার পরিবেশনায় একক নজরুল সঙ্গীতের অনুষ্ঠান ‘নীলাম্বরি শাড়ি’। একই অনুষ্ঠানে আবৃত্তি করবেন আফসানা মিমি। এছাড়া ‘তৃতীয় মাত্রা’র বিশেষ পর্ব প্রচার হবে আজ সকাল ৯-৪৫ মিনিটে। ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায় এ পর্বটি পরিচালনা করেছেন জিল্লুর রহমান। মাছরাঙার আয়োজন : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। এ উপলক্ষে আজ সকাল ৯টায় প্রচার হবে নজরুলের গল্প অবলম্বনে মুস্তাফা মনোয়ারের পাপেট শো ‘লিচু চোর’। বেলা ২-৩০ মিনিটে থাকছে নজরুলের গান ও কবিতার অনুষ্ঠান ‘গানে ও কবিতায় নজরুল’। কবি আসাদ চৌধুরী, খিলখিল কাজী ও খায়রুল আনাম শাকিলের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠান ‘জাতীয় কবি নজরুল’ রয়েছে বিকেল ৩-৩০ মিনিটে। নজরুলের গল্প অবলম্বনে টেলিফিল্ম ‘রাক্ষুসী’ প্রচার হবে রাত ৮-৩০ মিনিটে। রুশো রকিবের পরিচালনায় এতে অভিনয় করেছেন শর্মীমালা, শাহাদাত, নাজিরা মৌ প্রমুখ।
×