ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা মোদি

প্রকাশিত: ০৮:১২, ২৫ মে ২০১৯

  বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা। এবারের লোকসভা নির্বাচনে তিনি জনগণের বিপুল রায় নিয়ে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। মিয়ানমারে ২০১৪ সালে অনুষ্ঠিত আসিয়ান শীর্ষ সম্মেলনের সাইডলাইন বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে বলেছিলেন, ‘এই ব্যক্তি আমাদের সবার চেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচনে বিজয়ী হয়েছেন।’ ২০১৯ সালে এসে সেটা আরও বড় বেশি সত্যি হলো। মোদিই হলেন বিশ্বের একমাত্র নেতা যিনি দ্বিতীয় মেয়াদে খুব অনায়াসে জয় ছিনিয়ে আনলেন। মোদির বন্ধু ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা অর্জনে বেগ পেতে হয়েছে তাকে। কারণ ধর্মনির্ভর ছোট দলগুলোকে সঙ্গে নিয়ে তাকে সরকার গঠন করতে হয়েছে। জাপানে প্রধানমন্ত্রী শিনজো আবেও সহজেই জয় পেয়েছেন। কিন্তু ভোটের ব্যবধান খুব বেশি নয়। আর সম্প্রতি বড় জয় পাওয়া নেতা হলেন ইন্দোনেশিয়ার জোকো উইদোদো। আর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন অপ্রত্যাশিতভাবে জয় পেয়েছেন। তবে বিশ্বের অন্য নেতা অনিশ্চিতভাবে সময় অতিবাহিত করছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে তার ব্রেক্সিট পরিকল্পনা নিয়ে চরম চাপের মুখে রয়েছেন এবং প্রধানমন্ত্রী থেকে পদত্যাগের জন্য দল থেকে তার ওপর চাপ বাড়ছে। ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর এ্যাঙ্গেলা মেরকেলকে সংগ্রাম করতে হচ্ছে। লৌহমানব হিসেবে পরিচিত তুরস্কের রিসেপ তাইপ এরদোগান ও রাশিয়ার ভ্লাদিমির পুতিনের পথও ততটা মসৃণ নয়, যতটা ভাবা হচ্ছে। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও অল্প ব্যবধানে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। ভিন্ন প্রক্রিয়া হলেও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অন্য বিশ্ব নেতাদের তুলনায় ভাল সমর্থন নিয়ে বিজয়ী হন। আগামী মাসে এসসিও, জি২০ ও জি৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসব শীর্ষ সম্মেলনে বৈশ্বিক শাসন ব্যবস্থার বিভিন্ন বিষয় আলোচনার মুখ্য বিষয় হবে। আগের সরকারের আমলে মোদি এসব ফোরাম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেননি। মোদি বিশ্বাস করেন- বৈশ্বিক প্রেক্ষাপটে ভারতের গুরুত্ব বিবেচনায় দেশটির বিশ্বশক্তি হওয়া উচিত। -টাইমস অব ইন্ডিয়া
×