ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কংগ্রেসের জরুরী বৈঠক আজ

প্রকাশিত: ০৮:১১, ২৫ মে ২০১৯

 কংগ্রেসের জরুরী বৈঠক আজ

ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে বিপুল ভরাডুবির পর শনিবার দিল্লীতে জরুরী বৈঠক ডেকেছে কংগ্রেস। বৈঠকে দলটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ও ইউপিএ জোটপ্রধান সোনিয়া গান্ধীসহ দলটির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। খবর এনডিটিভি অনলাইনের। শনিবারের বৈঠকে রাহুলের নেতৃত্বে লোকসভা নির্বাচনে ভারতের এই প্রাচীন দলটির পরপর দুই দফা ভরাডুবি এবং উত্তর প্রদেশের আমেথি আসনে রাহুলের পরাজয়সহ অন্যান্য বিষয়ে আলোচনা হবে। ইতোমধ্যে ভারতের অনেক রাজনীতিবিদসহ অন্য বিশ্লেষক রাহুলের পদত্যাগের দাবিতে সরব হয়েছেন। এই বৈঠকে রাহুলের পদত্যাগের বিষয়টিও আলোচনায় উঠে আসবে। কংগ্রেসের একাধিক সূত্র জানিয়েছে, আমেথিতে রাহুলের পরাজয়ের বিষয়টি আলোচনার প্রধান বিষয় হতে পারে। নির্বাচনের ফল প্রকাশের পর বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কংগ্রেসের এই হারের পেছনে রাহুল শতভাগ দায় নেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কংগ্রেস নেতা বলেন, নির্বাচনে কংগ্রেস ভাল ফল করতে চাইলে প্রথমে নেতৃত্ব বদলাতে হবে। ভারতের প্রখ্যাত ঐতিহাসিক রামচন্দ্র গুহ বলেন, ভারতের রাজনীতিতে রাহুল বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থা পার করছেন। নির্বাচনে এই ধরনের ফল করার পরও রাহুলের এখনও পদত্যাগ না করা একটা বিস্ময়ের বিষয়।
×