ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংস্কৃতি সংবাদ

মহাকালের তিন যুগ পূর্তিতে নীলাখ্যানের প্রদর্শনী

প্রকাশিত: ১০:১৬, ২৪ মে ২০১৯

  মহাকালের তিন যুগ পূর্তিতে নীলাখ্যানের প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ নাট্যচর্চার মাঝে বাঙালীর হাজার বছরের সংস্কৃতিকে খুঁজে ফেরার চেষ্টা। একঝাঁক নিবেদিতপ্রাণ নাট্যকর্মীর সেই প্রচেষ্টারই ফসল মহাকাল নাট্য সম্প্রদায়। ১৯৮৩ সালে যাত্রা করা দলটি ইতোমধ্যে চল্লিশটি নাটক মেলে ধরেছে মঞ্চে। ইতোমধ্যে সেসব প্রযোজনার ১ হাজার ১৯টি প্রদর্শনী হয়েছে এবং ২টি নাট্য প্রযোজনার শতাধিক মঞ্চায়ন ও একটি প্রযোজনার দেড়শততম মঞ্চায়ন হয়েছে। সাফল্যময় এমন পথচলায় আগামী ১৪ জুলাই তিন যুগ পূর্তি হবে মহাকালের। এ উপলক্ষে বছরব্যাপী নাট্য প্রদর্শনীনির্ভর কর্মসূচী নিয়েছে নাট্যদলটি। সেই ¯্রােতধারায় বৃহস্পতিবার সন্ধ্যায় দলটির দর্শকনন্দিত নাটক নীলাখ্যানের ৫০তম প্রদর্শনী হয় শিল্পকলা একাডেমির নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের ‘সাপুড়ে’ আশ্রয়ে নাটকটি রচনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আনন জামান। নির্দেশনা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. ইউসুফ হাসান অর্ক। নাটকটির প্রথম মঞ্চায়ন হয় ২০১৫ সালের ১৪ আগস্ট। নীলাখ্যান নাটকের ৫০তম মঞ্চায়ন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। বিশেষ অতিথির বক্তব্য দেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ। সম্মানিত অতিথি ছিলেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মানিক মোহাম্মদ রাজ্জাক। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের জ্যেষ্ঠ সদস্য মোঃ আবদুল জলীল। সভাপতিত্ব করেন মহাকাল নাট্য সম্প্রদায়ের সভাপতি মীর জাহিদ হাসান। অনুষ্ঠানে নীলাখ্যান নাটকের নাট্যকার আনন জামান ও নির্দেশক ইউসুফ হাসান অর্ককে সম্মাননা জ্ঞাপন, ৫০টি প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পী মোঃ শাহনেওয়াজ ও মীর জাহিদ হাসানকে সম্মাননা স্মারক প্রদান এবং সকল অংশগ্রহণকারী শিল্পীকে ৫০তম মঞ্চায়ন স্মারক প্রদান করা হয়। আলোচনা অনুষ্ঠানের শুরুতেই পরিবেশিত হয় মীর জাহিদ হাসানের গ্রন্থনা ও পরিকল্পনা এবং আমিনুল আশরাফের নির্দেশনায় গীতি আলেখ্য ‘যখন আমার পিতার নাম শেখ মুজিবুর রহমান’। আলোচানার পর দর্শক, অতিথি ও নাট্যস্বজনদের নিয়ে ইফতার আয়োজন শেষে নীলাখ্যান নাটকের ৫০তম মঞ্চায়ন হয়। তিন যুগ পূর্তির বছরব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে আজ শুক্রবার সন্ধ্যায় একই হলে হিজড়া সমাজের মানুষের সুখ-দুঃখ কথামালায় গাঁথা গবেষণাধর্মী নাটক ‘শিখ-ী কথা’ নাটকের ১৭৫তম মঞ্চায়ন হবে। নাটকটি রচনা করেছেন আনন জামান। নির্দেশনা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রশীদ হারুন। নাটকটির ১৭৫তম মঞ্চায়ন উপলক্ষে বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সংস্কৃতিজন গোলাম কুদ্দুছ। বিশেষ অতিথি থাকবেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিম-লীর সদস্য নাট্যজন লাকী ইনাম। সভাপতিত্ব করবেন মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সদস্য কবির আহামেদ। অনুষ্ঠানে শিখ-ী কথা নাটকের ১ থেকে ১৭৫টি মঞ্চায়নে সর্বোচ্চ অংশ নেয়া অভিনয়শিল্পী মীর জাহিদ হাসান, মোঃ শাহনেওয়াজ, সৈয়দ লুৎফর রহমান, এমএ আজাদ, ইকবাল চৌধুরী, পলি বিশ্বাস, সৈয়দ ফেরদৌস ইকরাম ও কামরুজ্জামান সবুজকে স্মারক প্রদান করা হবে। আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় নাটকটি মঞ্চস্থ হবে।
×