ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের মহিলা উপ-কমিটির সেমিনার

উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে

প্রকাশিত: ১০:১৩, ২৪ মে ২০১৯

 উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে

বিশেষ প্রতিনিধি ॥ আন্দোলনের নামে পাটকল শ্রমিকদের উস্কানি দেয়া এবং ধানক্ষেতে কথিত কৃষকের আগুন দেয়ার মিথ্যা ছবি প্রচারের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালানো হচ্ছে দাবি করে আওয়ামী লীগ নেতারা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও অগ্রগতি বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। উন্নয়ন ও অগ্রগতির স্বার্থেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরও অনেক দিন বাঁচিয়ে রাখতে হবে, ক্ষমতায় রাখতে হবে। কেন না শেখ হাসিনা বাঁচলে বাংলাদেশ বাঁচবে, গণতন্ত্র বাঁচবে, উন্নয়ন বাঁচবে। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ‘নারীর অগ্রযাত্রায় সমৃদ্ধ বাংলাদেশ ॥ শেখ হাসিনার অবদান’ শীর্ষক আলোচনা সভায় নেতারা এসব কথা বলেন। প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার ৩৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটি এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি বলেন, জঙ্গীবাদের সহায়ক শক্তি জামায়াত-বিএনপি। এরা সমান মোনাফেক। এরা ধর্মকে পুঁজি করে, ব্যবহার করে অধর্মের কাজ করে। খালেদা জিয়ার নেতৃত্বে জামায়াত কৃষি ও শিল্পকে ধ্বংস করেছিল, জঙ্গীবাদের সৃষ্টি করেছিল। শেখ হাসিনা এই জঙ্গীবাদকে সাহসিকতার সঙ্গে মোকাবিলা করেছেন। তারপরও এদের ষড়যন্ত্র থেমে নেই। এদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ‘নারী নেতৃত্ব হারাম, পাশে বসলে আরাম’- এটা হচ্ছে জামায়াতের একটি চেহারা। জামায়াত-বিএনপির আরেকটি চেহারা ২০১৪ সালে দেখা গেছে, ২০১৫ সালে দেখা গেছে অগ্নিসন্ত্রাস। শব-ই-বরাতের রাতে বাসে করে বাবা-মা-মেয়ে ফিরছিলেন, তাদের ওপর পেট্রোলবোমা ছুঁড়ে মেরে ফেলা হলো। এর নাম ইসলাম? এর নাম ধর্ম নিয়ে রাজনীতি। জঙ্গীদের সঙ্গে নিয়ে বিএনপি-জামায়াত উন্নয়ন-অগ্রযাত্রা নস্যাত করতে চায়। নারী উন্নয়নে শেখ হাসিনার সফলতার কথা তুলে ধরে মতিয়া চৌধুরী বলেন, আজ যে নারীর অগ্রগতি ও ক্ষমতায়ন, সেটা শেখ হাসিনাই শুরু করেন। ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এলে শেখ হাসিনা বাবার পাশাপাশি মায়ের নামও লেখার সরকারী নির্দেশ দিয়েছিলেন। হাইকোর্ট বাবার পাশাপাশি মায়ের নাম লেখার নির্দেশ দিয়ে সেই কথাই স্মরণ করিয়ে দিয়েছে। শেখ হাসিনা ওই সময় স্থানীয় সরকার নির্বাচনে সরাসরি নারীদের নির্বাচিত করার ব্যবস্থা চালু করেন। তিনি প্রথম নারী বিচারপতি করেন, প্রশাসনের উচ্চপর্যায়ে নারীদের বসান। আজকের দিনে শেখ হাসিনার সাফল্যের পাশাপাশি সমাজের অন্ধকারের বিষয়ে জনগণ, বিশেষ করে নারীসমাজকে সচেতন থাকতে হবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, ফেসবুকে আগুনের ছবি দিয়ে বলা হলো, বগুড়ায় কৃষকরা ধানের ক্ষেতে এই আগুন দিয়েছেন। খবর নিয়ে দেখেছি, বগুড়ায় এ ধরনের কোন আগুনের ঘটনাই ঘটেনি। অনেক আগে ভারতের পাঞ্জাবে গমক্ষেতে আগুন লাগলে সেদেশের সরকার নেভানোর চেষ্টা করেছিল। উদ্দেশ্যমূলকভাবে সেই ছবি বগুড়ায় ধানক্ষেতে আগুন বলে অপপ্রচার করা হচ্ছে। পাটকলে সব সমস্যার সমাধান হলেও বিএনপির একজন নেতা আন্দোলনের নামে শ্রমিকদের কীভাবে উস্কে দিয়েছেন, সেটাও সবার জানা আছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে দাবি জানাই, যারা এ ধরনের ষড়যন্ত্রে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হোক। হানিফ বলেন, এর আগে তারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে সরকার উৎখাতে ব্যর্থ হয়ে এখন এধরনের ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। এতেই প্রমাণ হয় সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে। সুযোগ পেলেই তারা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন বাধাগ্রস্ত করতে দেশের বিরুদ্ধে এই ষড়যন্ত্র বরদাশত করা হবে না। আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক সুলতানা শফির সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি। আরও বক্তব্য রাখেন সুজিত রায় নন্দী, মেহের আফরোজ চুমকি, নুরুল ইসলাম ঠা্ন্ডু শ্যামলী নাসরিন চৌধুরী, নাজমা আক্তার, জাকিয়া হাসান, রওশন জাহান সাথী, সাহেদা তারেক দীপ্তি, সাবেরা বেগম, নারগিস রহমান, শবনম জাহান শীলা এমপি প্রমুখ।
×