ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অফিসের উষ্ণ তাপমাত্রায় নারীদের মস্তিষ্ক ভাল কাজ করে

প্রকাশিত: ১০:০১, ২৪ মে ২০১৯

 অফিসের উষ্ণ তাপমাত্রায় নারীদের মস্তিষ্ক ভাল কাজ করে

অফিসের তাপমাত্রা নারী-পুরুষ উভয়ের কাজের ওপর প্রভাব ফেলে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তারা জানতে পেরেছেন, নারীদের মস্তিষ্ক উষ্ণ তাপমাত্রায় ভাল কাজ করে। ঠিক বিপরীত অবস্থা পুরুষদের ক্ষেত্রে। কিছুটা শীতল পরিবেশে ভাল কাজ করতে পারেন তারা। পিএলওএস ওয়ান জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদন অনুযায়ী, পুরুষদের মস্তিষ্ক ঠান্ডায় আর উষ্ণ পরিবেশে নারীদের মস্তিষ্ক ভাল কাজ করে। জার্মানিতে পরিচালিত এই গবেষণায় পাঁচ শ’ পুরুষ ও নারীর ভিন্ন ভিন্ন তাপমাত্রায় বিভিন্ন ধরনের কাজ করার সক্ষমতা পরীক্ষা করা হয়। এতে দেখা গেছে, উচ্চ তাপমাত্রায় নারীরা গণিত ও মৌখিক কাজে ভাল করেছে। অন্যদিকে পুরুষদের ক্ষেত্রে বিপরীত চিত্র দেখা গেছে। নারীদের জন্য উষ্ণ তাপমাত্রায় কাজ করার সময় কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পুরুষদের ক্ষেত্রে তা হ্রাস পেয়েছে। গবেষণায় দেখা গেছে, যেসব কর্মস্থলে নারী-পুরুষ উভয়ই কাজ করেন, সেখানে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বাড়িয়ে উৎপাদনশীলতা বাড়িয়ে তোলা যেতে পারে। ঠান্ডা নারীদের জন্য আরামদায়ক- এজন্য অফিসে উষ্ণ থাকতে তারা অতিরিক্ত জাম্পার, শাল, মোজা এমনকি কম্বল নিয়ে কর্মস্থলে আসেন। পুরুষরা অফিসে স্যুট ও টাই পরে আসেন তাই ঠান্ডা পরিবেশে তারা ভাল কাজ করেন-সম্ভবত এটাই কারণ।-গার্ডিয়ান
×