ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পরাজয় মানেই হেরে যাওয়া নয় ॥ মমতা

প্রকাশিত: ১০:০০, ২৪ মে ২০১৯

 পরাজয় মানেই হেরে যাওয়া নয় ॥ মমতা

ভারতের লোকসভা নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বৃহস্পতিবার দুপুরে টুইটার বার্তায় মমতা এই অভিনন্দন জানান। খবর এনডিটিভি অনলাইনের। টুইট করে তিনি বলেন, পরাজয় মানেই হেরে যাওয়া নয়। আর নির্বাচনে যারা জিতেছেন তাদের অভিনন্দন জানাই। আমাদের ফলাফল কি হলো তা আমরা খতিয়ে দেখব। মুখ্যমন্ত্রী বলেন, গণনা প্রক্রিয়া এখনও বাকি আছে। ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট মিলিয়ে দেখার কাজও বাকি আছে। সেটা হয়ে গেলে ফল নিয়ে আলোচনা করতে হবে। বলার অপেক্ষা রাখে না, এই ফল তৃণমূলকে চাপে ফেলবে। এমতাবস্থায় রাজ্যে ক্ষমতায় টিকে থাকতে তৃণমূল প্রধান কী করেন সেটাই দেখার বিষয়। এবারের নির্বাচনে মোদির সঙ্গে মমতার বাগযুদ্ধ অন্যমাত্রা যোগ করে। বলা চলে কংগ্রেস প্রধান রাহুল গান্ধীকে পেছনে ফেলে ভারতবাসী এবার মোদি-মমতা কথার লড়াই বেশি উপভোগ করেছে। মমতা পশ্চিমবঙ্গকে বিরোধী শূন্য করার ডাক দিলেও তা হয়নি। ভারতের স্বাধীনতার পর এই প্রথম পশ্চিমবঙ্গে কোন ধর্মভিত্তিক দল ভাল ফল করল। এ রাজ্যের কয়েকটি আসনে এবার মাত্র অল্প ব্যবধানে হেরেছে বিজেপি।
×