ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ পদত্যাগের তারিখ ঘোষণা করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে

প্রকাশিত: ০৯:৫৯, ২৪ মে ২০১৯

 আজ পদত্যাগের তারিখ ঘোষণা করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী  টেরেসা মে

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে শুক্রবার তার পদত্যাগের তারিখ ঘোষণা করবেন। তবে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে যাবেন বলে জানিয়েছে টাইমস সংবাদপত্র। টেরেসা মের চূড়ান্ত ব্রেক্সিট পরিকল্পনা ব্যর্থ হওয়ার পদত্যাগের তারিখ ঘোষণার জন্য ব্যাপক চাপের মুখে ছিলেন তিনি। ব্রেক্সিট নিয়ে চরম অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে একটি চুক্তির মাধ্যমে, কোন চুক্তি ছাড়াই, একটি নির্বাচন অথবা দ্বিতীয় গণভোটের মাধ্যমে বেরিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে অচলাবস্থার সৃষ্টি হয়। ২০১৬ সালে গণভোটের ফল অনুযায়ী ইইউ থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে টেরেসা মের প্রস্তাব বার বার ব্যর্থ হয়েছে। এমপিরা তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তার প্রস্তাবিত চুক্তিটি পার্লামেন্টে পাস করাতে ব্যর্থ হয়েছেন তিনি। কিন্তু তার সর্বশেষ প্রচেষ্টা যেটাতে দ্বিতীয় গণভোট এবং ইইউয়ের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্কের কথা রয়েছে, সেটাও ব্যর্থ হয়। তার এই প্রস্তাবের ফলে ব্রেক্সিটের সমর্থক কিছু মন্ত্রী বিদ্রোহ করেন। এদের মধ্যে বুধবার সিনিয়র মন্ত্রী আন্দ্রেয়া লিডসম পদত্যাগ করেন। বিবিসি জানিয়েছে, আরও কয়েক মন্ত্রী পদত্যাগ করতে পারেন। এক সময়ে টেরেসা মের প্রধানমন্ত্রী হওয়ার পথে চ্যালেঞ্জ জানানো লিডসম পদত্যাগপত্রে বলেন, আমি আর বিশ্বাস করি না যে, আমাদের প্রচেষ্টা গণভোটের ফল বাস্তবায়ন করতে পারবে। ব্রিটেনের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম ঝামেলাপূর্ণ মেয়াদে ব্যাপক দৃঢ়তা দেখিয়েছেন টেরেসা মে। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, পার্লামেন্টে তার ব্রেক্সিট পরিকল্পনা অনুমোদিত হলে তিনি পদত্যাগের তারিখ ঘোষণা করবেন। কিন্তু এখন তিনি পদত্যাগের তারিখ ঘোষণা করতে খুবই চাপের মুখে রয়েছেন। প্রভাবশালী কনজারভেটিভ ১৯২২ কমিটির চেয়ারম্যান গ্রাহাম ব্রাডি এমপিদের বলেন, শুক্রবার কমিটির বৈঠকে তার নেতৃত্ব নিয়ে আলোচনার আগে বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনে প্রচার চালানোর পরিকল্পনা করেছিলেন প্রধানমন্ত্রী টেরেসা মে। টাইমস সংবাদপত্র প্রতিবেদন করে যে, শুক্রবার প্রধানমন্ত্রী টেরেসা মে তার পদত্যাগের তারিখ ঘোষণা করবেন। পত্রিকাটি জানায়, দুই ধাপে তার উত্তরসূরি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনিই প্রধানমন্ত্রী পদে থাকবেন। কনজারভেটিভ ১৯২২ কমিটির চেয়ারম্যান গ্রাহাম ব্রাডি বলেন, শুক্রবার আমি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করব। তারপর ১৯২২ কমিটির সদস্যদের সঙ্গে পরামর্শ করব।-এনডিটিভি ও গার্ডিয়ান
×