ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মনির হত্যা মামলায় সাবেক স্ত্রীসহ ৪ জনের ফাঁসি

প্রকাশিত: ০৯:৫৪, ২৪ মে ২০১৯

মনির হত্যা মামলায় সাবেক স্ত্রীসহ ৪ জনের ফাঁসি

কোর্ট রিপোর্টার ॥ ঢাকার কামরাঙ্গীরচর থানা এলাকার মনির হোসেন হত্যা মামলায় সাবেক স্ত্রীসহ চারজনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ঢাকার এক নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মোঃ কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামিরা হলেন মোঃ আনোয়ার হোসেন (৩৮), মোঃ শরীফ মাতব্বর (৩২), ভিকটিমের সাবেক স্ত্রী স্বর্ণা আক্তার কাকলী নীপা (২৭) ও মোঃ ইব্রাহিম খলিল (২৭)। স্বর্ণা আক্তার ও আনোয়ার হোসেন রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। পরে তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। অপর দুই আসামি পলাতক থাকায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৩ সালের ১৭ এপ্রিল আসামিরা যোগসাজশে মনির হোসেনকে ডেকে নিয়ে বালিশ চাপা দিয়ে ও ধারালো ছুরি দিয়ে গলা কেটে রক্তাক্ত জখম করে খুন করে। গুম করার জন্য মৃতদেহকে সাত টুকরা করে মুন্সিহাটি চামক ফ্যাক্টারি সংলগ্ন বুড়িগঙ্গা নদীর পাড়ে ও নয়াগাঁও এলাকায় জনৈক কাজী ফারুকের বাড়ির সংলগ্ন জমিতে ফেলে রাখে। ওই ঘটনায় ভিকটিমের স্ত্রী হাসিনা বেগম কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন। তবে মামলার দায়ের সময় এজাহারে কোন আসামির নাম উল্লেখ ছিল না। ২০১৪ সালের ১৪ মে মামলাটি তদন্ত করে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চারজনের নামে চার্জশীট দাখিল করেন। একই বছরের ১৯ অক্টোবর আদালত অভিযোগ গঠন করে। চার্জশীটভুক্ত ৩৯ জনের সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্যগ্রহণ করেছে আদালত। মনির হত্যা মামলায় স্বর্ণা আক্তার কাকলী, শরীফ মাতব্বর ও আনোয়ার হোসেন হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সংশ্লিষ্ট আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ ভূঞা। উপস্থিত আসামিদের পক্ষে গোলাম কিবরিয়া এবং পলাতকদের পক্ষে এমদাদুল হক লাল মামলা পরিচালনা করেন।
×