ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রস্তুতি ম্যাচ খেলতে আজ থাইল্যান্ড যাচ্ছে ফুটবল দল

প্রকাশিত: ০৯:১৮, ২৪ মে ২০১৯

 প্রস্তুতি ম্যাচ খেলতে আজ থাইল্যান্ড যাচ্ছে ফুটবল দল

স্পোর্টস রিপোর্টার ॥ লাওসের বিপক্ষে বিশ্বকাপ প্রাক-বাছাই খেলা উপলক্ষে বৃহস্পতিবার ২৩ জনের চূড়ান্ত দল ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ উপলক্ষে বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। যেখানে দলের অধিনায়ক জামাল ভুঁইয়া জানান, ‘লাওসে অনুষ্ঠিতব্য ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভাল ফলাফল নিয়ে দেশে ফিরব।’ এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় দলের কোচ জেমি ডে, বাফুফের সহ-সভাপতি ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল এবং বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। আজ দুপুর ১টা ৩৫ মিনিটে বিমানযোগে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। থাই লীগে দুটি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এয়ারফোর্স ইউনাইটেড ফুটবল ক্লাবের সঙ্গে জামাল ভুঁইয়ারা প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবেন ২৮ মে। ১ জুন দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ব্যাংকক গ্লাস পাথুম ইউনাইটেড। দুটি ক্লাবই গত মৌসুমে থাই লীগ-১ থেকে নেমে গেছে থাই লীগ-২ তে। আজ থেকে তিন বছর আগে ভুটানের কাছে এক হারেই ল-ভ- হয়ে গিয়েছিল বাংলাদেশের আন্তর্জাতিক ফুটবল। পরবর্তী তিন বছর এএফসির কোন টুর্নামেন্টে খেলতে পারেনি তারা। এবার সেই একই পরিস্থিতির সামনে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী মিশন আগামী জুনে বিশ্বকাপ বাছাইয়ের প্রথমপর্ব। যেখানে হোম এ্যান্ড এ্যাওয়ে ম্যাচে খেলতে হবে তাদের। যদি সেখানে হেরে যায় তাহলে প্রায় ৪ বছর পর্যন্ত ফিফা-এএফসির কোন ম্যাচ পাবে না বাংলাদেশ! গত ১৭ এপ্রিল জানা যায় বিশ্বকাপ প্রাক-বাছাইয়ে প্রতিপক্ষ হিসেবে লাওসকে পাচ্ছে বাংলাদেশ। মূলত এএফসির র‌্যাঙ্কিংয়ে যারা ১ থেকে ৩৪-এর মধ্যে আছে তারাই সরাসরি খেলবে বিশ্বকাপ বাছাইয়ের মূলপর্বে। কিন্তু এখানেই পিছিয়ে বাংলাদেশ। মালয়েশিয়ার কুয়ালালামপুরে লটারির মাধ্যমে নির্ধারিত হয় ফিফা র‌্যাঙ্কিংয়ে এশিয়ার নিচের ১২ দেশের নাম। আর এখানেই বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে উঠে আসে লাওসের নামটি। বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ের প্রথমপর্বে (প্রাক-বাছাই) খেলা হবে দুই গ্রুপে (এ এবং বি)। আগামী ৬ জুন অনুষ্ঠিত হবে প্রথম লেগের খেলা। ১১ জুন হবে দ্বিতীয় লেগ। গত ৪ এপ্রিল প্রকাশিত সর্বশেষ ফিফা র‌্যাঙ্কিংয়ে চার ধাপ উন্নতি হয় বাংলাদেশের। ১৯২ থেকে ১৮৮ নম্বরে উঠে আসে তারা। আর এএফসি র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয় মাত্র একধাপ। ৪২ থেকে ৪১। ফলে স্পষ্ট হয়ে যায় বিষয়টা- কাতার বিশ্বকাপের প্রাক-বাছাইপর্বে খেলতেই হচ্ছে বাংলাদেশকে। লাওস আছে এএফসির র‌্যাঙ্কিংয়ের ৩৮ নম্বরে (ফিফা র‌্যাঙ্কিং ১৮৪)। লটারির মাধ্যমে দুই গ্রুপ থেকে দুটি দেশের নাম উঠানো হয় যারা বাছাইয়ের প্রথম রাউন্ডে হোম এ্যান্ড এ্যাওয়ে ভিত্তিতে খেলবে। জয়ী দল পাবে দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র। প্রথমপর্ব থেকে ৬ দেশ অংশ নেবে দ্বিতীয় রাউন্ডে। যেখানে এশিয়ার প্রথম ৩৪ দেশ সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলবে। লাওসের সঙ্গে এর আগে বাংলাদেশ খেলেছে তিনটি ম্যাচ। একটিতে জিতেছে বাংলাদেশ, একটিতে জিতেছে লাওস, অন্য ম্যাচটি ড্র হয়। ২০০৩ সালের ২৭ মার্চ হংকংয়ে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে (গ্রুপ ‘ডি’) ২-১ গোলে হেরে যায় বাংলাদেশ। এরপর ২০১৮ সালের ২৭ মার্চ লাওসের ভিয়েনতিয়েনে নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লাওসের সঙ্গে ২-২ গোলে ড্র করে বাংলাদেশ। সর্বশেষ মোকাবেলায় জয় কুড়িয়ে নেয় বাংলাদেশ। সেটা বঙ্গবন্ধু গোল্ডকাপের গ্রুপ ম্যাচে। সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০১৮ সালের ১ অক্টোবরের ওই ম্যাচে বাংলাদেশ জেতে ১-০ গোলে। কম্বোডিয়ার বিপক্ষে শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচের চূড়ান্ত দল থেকে বাদ পড়েছেন শেখ রাসেলের মিডফিল্ডার সোহেল রানা, ডিফেন্ডার তপু বর্মণ, মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ, মিডফিল্ডার রুবেল মিয়া, গোলরক্ষক শহীদুল আলম সোহেল এবং ডিফেন্ডার মনজুরুর রহমান মানিক। দলে ফিরেছেন মিডফিল্ডার মামুনুল ইসলাম, ইমন মাহমুদ বাবু, ডিফেন্ডার নাসির উদ্দিন চৌধুরী, ডিফেন্ডার রিয়াদুল হাসান, গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল এবং উইঙ্গার আরিফুর রহমান। বাংলাদেশ দল ॥ আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান, মাজহারুল ইসলাম টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন খান, রহমত মিয়া, রিয়াদুল হাসান, নাসির উদ্দিন চৌধুরী, ইমন মাহমুদ, সোহেল রানা, জামাল ভুঁইয়া, রবিউল হাসান, মাসুক মিয়া জনি, মামুনুল ইসলাম, নাবিব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজ, মোহাম্মদ ইব্রাহিম, বিপলু আহমেদ এবং আরিফুর রহমান।
×