ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ধোনির ৫ নম্বরে ব্যাট করা উচিত ॥ শচীন

প্রকাশিত: ০৯:১৭, ২৪ মে ২০১৯

 ধোনির ৫ নম্বরে ব্যাট করা  উচিত ॥ শচীন

স্পোর্টস রিপোর্টার ॥ বরাবরের মতো এখনও ভারতীয় ক্রিকেট দলের মূল শক্তি ব্যাটিং। তবে সাম্প্রতিক সময়ে দলের পেস বোলিং আক্রমণ দারুণ গোছালো এবং অন্যতম শক্তির জায়গা হয়ে গেছে। সে তুলনায় দলের মিডলঅর্ডারে যেন কিছুটা ঘাটতি তৈরি হয়েছে। সেই ঘাটতি পূরণের জন্য সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনিকে ৫ নম্বরে ব্যাট করা উচিত বলে দাবি করেছেন কিংবদন্তি ‘লিটল মাস্টার’ শচীন টেন্ডুলকর। শচীন মনে করেন এতে করে ভারতের ব্যাটিং গভীরতা বাড়বে। টপঅর্ডার নিয়ে আপাতত কোন মাথাব্যথা নেই ভারতের। সেখানে আছেন শিখর ধাওয়ান, রোহিত শর্মা ও বিরাট কোহলিরা। কিন্তু তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিততে হলে ব্যাটিং গভীরতা ও শক্তিমত্তা আরও বাড়াতে হবে ভারতকে। এমনটাই মনে করছেন শচীন। এ বিষয়ে তিনি বলেন, ‘এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত। রোহিত যদি ধাওয়ানকে নিয়ে ওপেন করে সেক্ষেত্রে তিন নম্বর জায়গাটা কোহলির। ৪-এ আপনি যাকেই পাঠান না কেন, ধোনির জায়গা অবশ্যই ৫ নম্বরে হওয়া উচিত। সে আমাদের সেরা ফিনিশার। আর তারপরে যদি দলের দ্রুত রান তোলার প্রয়োজন হয় সে জন্য হার্দিককে রাখা যেতে পারে। আমার দৃষ্টিতে ভাল কিছু করতে হলে অবশ্যই ১ থেকে ৭ নম্বর কিংবা ৮ নম্বর পজিশন পর্যন্ত ব্যাটসম্যানদের ভাল কিছু করার সামর্থ্য থাকতে হবে। আমার মনে হয় এটা আমাদের আছে।’ অবশ্য রোহিত কিছুদিন আগে তার ব্যক্তিগত অভিমতে জানিয়েছিলেন তিনি চাইবেন ধোনিকে ৪ নম্বরে ব্যাট করাতে।
×