ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শুরুটা ভাল করতে চান মাশরাফি

প্রকাশিত: ০৯:১৭, ২৪ মে ২০১৯

 শুরুটা ভাল করতে চান মাশরাফি

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ শুরু হবে ৩০ মে। এর আগে লন্ডনে বৃহস্পতিবার হয়ে গেল অধিনায়কদের সংবাদ সম্মেলন। সেখানে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও উপস্থিত ছিলেন। তিনি বিশ্বকাপে দলের শুরুটা ভাল করার দিকেই মনোযোগী। মাশরাফি এ নিয়ে বলেছেন, ‘গত চার বছরে আমরা ভাল করেছি। এই বিশ্বকাপে শুরুটা ভাল চাই। শুরুটা ভাল করলে আত্মবিশ্বাস বেড়ে যায়। বড় ইভেন্টে এটা জরুরী। শুরুটা ভাল হলে নির্ভর করা যায় কতদূর যাওয়া যাবে। আর আমাদের প্রথম প্রতিপক্ষ কিন্তু ফাফ ডু প্লেসিসের দল।’ বিশ্বকাপ ৩০ মে শুরু হলেও ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ রয়েছে। এরপর এক এক করে দ্বাদশতম বিশ্বকাপে ৫ জুন নিউজিল্যান্ড, ৮ জুন ইংল্যান্ড, ১১ জুন শ্রীলঙ্কা, ১৭ জুন ওয়েস্ট ইন্ডিজ, ২০ জুন অস্ট্রেলিয়া, ২৪ জুন আফগানিস্তান, ২ জুলাই ভারত আর ৫ জুলাই পাকিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা। ৯টি ম্যাচে ধারাবাহিকতা রক্ষা করতে হবে। তাহলেই সেমিফাইনালে খেলার স্বপ্ন পূরণ হতে পারে। সেমিফাইনালে খেলবে পয়েন্ট তালিকার সেরা চার দল। ১০ দলের বিশ্বমঞ্চের ফাইনাল হবে ১৪ জুলাই লর্ডসে। বিশ্বকাপে অংশ নেয়া প্রতিটি দেশের অধিনায়কদের নিয়ে সংবাদ সম্মেলন হয়। সেখানে মাশরাফি ছাড়াও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার দলপতি এ্যারন ফিঞ্চ, দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস, আফগানিস্তানের গুলবাদিন নাঈব, ইংল্যান্ডের ইয়ন মরগান, পাকিস্তানের সরফরাজ আহমেদ, ভারতের বিরাট কোহলি, শ্রীলঙ্কার দিমুথ করুনারতেœ, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার আর নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। এবার বিশ্বকাপে বাংলাদেশ কেমন করবে? এমন প্রশ্নে মাশরাফি জানান, ‘আমাদের দলে সিনিয়র-জুনিয়র খেলোয়াড়ের মিশেল আছে। তারা টপ লেভেলের ক্রিকেট খেলছে। তাদের পারফর্মেন্সও দুর্দান্ত। ক’দিন আগেই আমরা আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেছি। এটা আমাদের বিশ্বকাপে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।’ বিশ্বকাপে খেলতে এখন দল আছে কার্ডিফে। মাশরাফিকে নিয়ে আজ কার্ডিফে অনুশীলনও শুরু করবে বাংলাদেশ দল। ত্রিদেশীয় সিরিজ শেষে লেস্টারে কয়েকদিন অনুশীলন শেষে এখন কার্ডিফে প্রস্তুতিপর্ব সারবে বাংলাদেশ দল। যেখানে ২৬ মে পাকিস্তান ও ২৮ মে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও খেলবে দল। এ দুটি প্রস্তুতি ম্যাচে ভাল করে বিশ্বকাপের প্রথম ম্যাচ জিতে শুরুটা ভাল করতে চান মাশরাফি। ত্রিদেশীয় সিরিজের পর ঐচ্ছিক ছুটি দেশে কাটিয়ে ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাওয়ার সময় মাশরাফি দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন। বলেছিলেন, ‘সবাই দোয়া করবেন। চেষ্টা করব ভাল করার। বাংলাদেশ যেন ভাল খেলে। আশাকরি সবার আত্মবিশ্বাস ভাল অবস্থায় আছে। ভাল শুরুটা গুরুত্বপূর্ণ। সেটা পারলে আশাকরি ভাল কিছুই হবে।’
×