ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রস্তুতি ম্যাচ দিয়ে বিশ্বকাপের উত্তাপ শুরু আজ

প্রকাশিত: ০৯:১৫, ২৪ মে ২০১৯

 প্রস্তুতি ম্যাচ দিয়ে বিশ্বকাপের  উত্তাপ শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র কয়েকদিন আগে ২২ গজের পিচ গরম করেছে স্বাগতিক ইংল্যান্ড ও পাকিস্তান। বিশ্বকাপের মঞ্চ প্রস্তুত করা স্বাগতিক ইংলিশরা ও সফরকারী পাকদের মধ্যে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে হয়েছে পর্বতসদৃশ দলীয় সংগ্রহ। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে ব্যাটসম্যানদের এই মারদাঙ্গা চেহারার সামনে পুরোপুরি অসহায় ছিলেন বোলাররা। মূল লড়াইয়ে যে এমন কিছুই থাকবে তা সবগুলো দল ইতোমধ্যে আঁচ করতে পেরেছে। তবে উইকেটের ধাঁচ পুরোপুরি বুঝে ওঠার জন্য দলগুলোর আছে নানাবিধ প্রচেষ্টা। তাই নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ। তবে আইসিসি নির্ধারিত বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ শুরু হচ্ছে আজ থেকে। এ ম্যাচগুলোর মাধ্যমেই মূলত অনেকখানি ঠাহর করা সম্ভব হবে অংশগ্রহণকারী প্রতিটি দলের বর্তমান পরিস্থিতি জানা। কারণ বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড খেলবে ম্যাচগুলো। আজ প্রথমদিনে দু’টি প্রস্তুতি ম্যাচ। কার্ডিফে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা এবং ব্রিস্টলে পাকিস্তান-আফগানিস্তান মুখোমুখি হবে। এবার বিশ্বকাপের জন্য সম্ভবত সবচেয়ে ভাল প্রস্তুতিটা নিতে পেরেছে পাকিস্তান ক্রিকেট দল। কারণ সবেমাত্রই আয়োজক ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে তারা। বিশ্বকাপ মঞ্চের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানার পাশাপাশি টিম প্ল্যানও সাজিয়ে ফেলতে পেরেছে পাকরা। আর সে জন্যই আইসিসি নির্ধারিত দিনে ১৫ জনের স্কোয়াড দিলেও সিরিজ শেষে ৩টি পরিবর্তন এনেছে তারা বিশ্বকাপ স্কোয়াডে। এবার সেই দলটি নিয়ে তারা দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে নিজ উপমহাদেশের দুইদেশের বিপক্ষে। প্রতিটি দলই দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে। পাকরা আজ প্রথমদিন আফগানদের মুখোমুখি হবে। এরপর ২৬ তারিখে ‘টিম টাইগার’ হিসেবে পরিচিত বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। পাকদের পরই প্রস্তুতির দিক থেকে এগিয়ে আছে বাংলাদেশ দল। প্রায় একই কন্ডিশনে আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলেছে টাইগাররা। সেখানে ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে তিনবার বিপর্যস্ত করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। ২৬ মে পাকদের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচের পর ২৮ মে ভারতের বিপক্ষে কার্ডিফেই খেলবে বাংলাদেশ দল। এবার বিশ্বকাপের ফরমেট রবিন লীগ পদ্ধতিতে হওয়ার কারণে প্রতিটি দলই পরস্পরের বিরুদ্ধে মুখোমুখি হবে প্রাথমিক রাউন্ডে। তাই এ প্রস্তুতি ম্যাচগুলো বেশ কার্যকরী হবে প্রতিটি দলের জন্যই। বাংলাদেশ-পাকিস্তানের পরই বিশ্বকাপ প্রস্তুতিতে এগিয়ে আছে ক্যারিবীয়রা। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের কাছে নাস্তানাবুদ হলেও নিজেদের দুর্বলতাগুলো বেশ ভালভাবেই বুঝে উঠতে সক্ষম হয়েছে তারা। তবে সেখানে বিশ্বকাপ স্কোয়াডে থাকা বেশ কয়েকজন অপরিহার্য ক্রিকেটার- ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, শিমরন হেটমায়াররা খেলেননি। ফাঁকফোকরগুলো এদের দিয়েই পূরণ হবে বলে আশা প্রকাশ করেছিলেন দলের অধিনায়ক জ্যাসন হোল্ডার। ইতোমধ্যেই ইংল্যান্ডে অবস্থান নিয়েছে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ১০ দল। অস্ট্রেলিয়া দলের দিকেও এবার বিশেষ নজর থাকছে। তারা মাঝে খুব বাজে সময় কাটালেও সর্বশেষ দুই সিরিজে প্রতিপক্ষের মাটিতেই ভারত ও পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হারিয়েছে অসিরা। আর নিষেধাজ্ঞা কাটিয়ে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার ফেরাতে শক্তি আরও বেড়েছে। তারা এমনকি আইসিসি নির্ধারিত বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ আজ থেকে শুরু হলেও ইতোমধ্যে ক্যারিবীয়দের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। আর মূল প্রস্তুতি ম্যাচে তারা স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে আগামীকাল সাউদাম্পটনে এবং ২৭ মে একই ভেন্যুতে শ্রীলঙ্কার বিপক্ষেও খেলবে। এবার অন্যতম ফেবারিট ইংল্যান্ড আছে ফর্মের তুঙ্গে। টানা জিতেই চলেছে ইয়ন মরগানের দল। মাত্রই পাকদের উড়িয়ে দিয়ে এখন আত্মবিশ্বাসের পারদ সবচেয়ে উঁচুতে ইংলিশদের। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ তারা খেলবে লন্ডনে উঠতি ক্রিকেট শক্তি আফগানদের বিরুদ্ধে সোমবার। এছাড়া গত বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ড শনিবার লন্ডনে ভারতের বিপক্ষে এবং মঙ্গলবার ব্রিস্টলে ক্যারিবীয়দের বিপক্ষে খেলবে। অন্যতম ফেবারিট বিরাট কোহলির দলও এবার দুর্দান্ত কিছু করবে এমনটাই মনে করছেন সবাই। তারা বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সঙ্গে দুই প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। দক্ষিণ আফ্রিকা দু’টি প্রস্তুতি ম্যাচের প্রথমটি আজ শ্রীলঙ্কার সঙ্গে খেলার পর অন্যটি খেলবে রবিবার ব্রিস্টলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
×