ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় গৃহবধূ হত্যায় জড়িতদের গ্রেফতার দাবি

প্রকাশিত: ০৯:০৯, ২৪ মে ২০১৯

 নেত্রকোনায় গৃহবধূ হত্যায় জড়িতদের গ্রেফতার  দাবি

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৩ মে ॥ জেলা শহরের সাতপাই রেল কলোনি এলাকার গৃহবধূ শাহীনুর আক্তার হত্যাকান্ডে জড়িত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে। রেল কলোনি এলাকার কয়েক শ’ নারী-পুরুষ বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা রেলস্টেশনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পৌরসভার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। এ সময় হত্যাকান্ডে জড়িত সোহেল, এরশাদ, উসমান, বোরহান, বাবুসহ অন্য আসামিদের দ্রুত গ্রেফতার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন- রোকসানা আক্তার, মাফিয়া আক্তার, আখি আক্তার, রোকসানা বেগম, নিহত শাহীনুর আক্তারের বড় ভাই আবুল কালাম, ফয়েজ আলী ও ফজলুর রহমান ফজল প্রমুখ। পরে বিক্ষোভকারীরা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়েও একই দাবি জানান। জানা গেছে, পরকীয়া প্রেমের প্রতিবাদ করায় গত ১৮ মে মধ্যরাতে আসামিরা রেল কলোনি এলাকার বাসিন্দা আবদুস সালামের স্ত্রী শাহীনুর আক্তারকে ছুরিকাঘাতে হত্যা করে।
×