ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাটোরে নিখোঁজের ৩ মাস ২৩ দিন পর ফিরে এলেন যুবলীগ নেতা

প্রকাশিত: ০৯:০৫, ২৪ মে ২০১৯

 নাটোরে নিখোঁজের ৩ মাস ২৩ দিন পর ফিরে  এলেন যুবলীগ নেতা

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৩ মে ॥ নাটোরে যুবলীগ নেতা ও সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জামিল হোসেন মিলন নিখোঁজের ৩ মাস ২৩ দিন পর ফিরে এসেছে। বৃহস্পতিবার ভোরে হেঁটে একাই তিনি বাড়ি ফিরেন। মিলন শহরতলীর তালতলা হাফরাস্তার এমদাদুল হক নিয়াজির ছেলে। নিখোঁজের সময় সে আওয়ামী লীগ থেকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। তবে মিলনের নামে সদর থানাসহ বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, সরকারী কর্মকর্তাকে মারধরের এবং সন্ত্রাসী কর্মকান্ডের ১৩টি মামলা রয়েছে। মিলন নিখোঁজের পর তার বাবা এমদাদুল হক মিয়াজি বলেন, গত ১ ফেব্রুয়ারি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার ছেলেকে তুলে নিয়ে যায়। সে সময় মিলনের সন্ধানের দাবিতে এলাকাবাসী মহাসড়ক অবরোধ, লাগাতার মানববন্ধন কমসূচী ও সমাবেশ করে। মিলন জানায়, কারা তাকে অপহরণ করে নিয়ে গিয়েছিলেন সে বিষয়ে তিনি কিছু জানেন না। তাকে ৪ ফুট বাই ৪ফুট একটি অন্ধকার ঘরে রাখা হয়েছিল। খাবার ও দেয়া হতো নিচ দিয়ে। গতরাতে তার হাতে ২ হাজার টাকা দিয়ে ঢাকার আব্দুল্লাহপুর এলাকায় ছেড়ে দেয়া হয়। পরে তিনি বাসযোগে ভোরে বাড়িতে ফিরেন। মিলনের বাবা এমদাদুল হক মিয়াজী দাবি করেন, আমার ছেলেকে এই তিন মাস ২৩দিন বন্দী করে রাখল সে বিষয়ে অনুসন্ধানের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।
×