ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

প্রকাশিত: ০৯:০২, ২৪ মে ২০১৯

 নওগাঁয় সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৩ মে ॥ বৃহস্পতিবার বেলা ১টায় পোরশায় মোটরসাইকেল দুর্ঘটনায় পুরইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। পারিবারিক সূত্র জানায়, নজরুল ইসলাম এদিন মোটরসাইকেলযোগে বাড়ি থেকে সরাইগাছি যাওয়ার পথে কালিনগর রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। . রাঙ্গামাটিতে শ্রমিক নিজস্ব সংবাদদাতা রাঙ্গামাটি থেকে জানান, জেলার নানিয়ারচর উপজেলার বুড়িঘাটের ১৮নং টিলা নামক স্থানে মিনি ট্রাক উল্টে মোঃ সোহেল (২৪) নামের একজন শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকটির মালিক আবদুল মালেক আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনাা ঘটে। . চৌগাছায় বৃদ্ধ স্টাফ রিপোর্টার যশোর অফিস থেকে জানান, চৌগাছায় সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন (৭০) নিহত হয়েছেন। তিনি পার্শ¦বর্তী মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের আলিশাহ যদুনাথপুর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে ধানের বস্তা বোঝাই একটি আলমসাধুর ওপরে বসে পুড়াপাড়া বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে চৌগাছা উপজেলার পুড়াপাড়া-চৌগাছা সড়কের কমলাপুর বাজার মোড়ে পৌঁছালে তিনি গাড়ি থেকে সিটকে সড়কে পড়ে মাথায় আঘাত পান। হাসপাতালে তার মৃত্যু ঘটে। . ঈশ্বরদীতে কলেজছাত্রী স্টাফ রিপোর্টার ঈশ্বরদী থেকে জানান, পৃথক সড়ক দুর্ঘটনায় এডওয়ার্ড কলেজের ছাত্রী নিহত ও পিতাসহ ৮ বাসযাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটায় সাহাপুর ইউনিয়নের বাঁশের বাদা বাজার এলাকার পাকশী-পাবনা রোডে ড্রামট্রাক ও হোন্ডার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাবনা এডওয়ার্ড কলেজের ছাত্রী পিয়া (২২) ঘটনাস্থলেই নিহত ও পিতা পান ব্যবসায়ী আশরাফ আলী আহত হয়েছেন। আশরাফ আলীকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে বিকেল সোয়া তিনটায় ঈশ্বরদী-রাজশাহী মহাসড়কের মুলাডুলি খাদ্য গুদামের সামনে মেট্রোপলিটন পরিবহনের একটি যাত্রীবাহী কোচ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ৭ জন যাত্রী আহত হয়।
×