ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে ঘন ঘন বিদ্যুত বিভ্রাট

প্রকাশিত: ০৯:০০, ২৪ মে ২০১৯

 সিরাজগঞ্জে ঘন  ঘন বিদ্যুত  বিভ্রাট

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বুধবার রাতে গোটা শহরে এবং বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কোন কোন এলাকায় বিদ্যুত ছিল না। সামান্য ঝড় হলে কিংবা বিদ্যুত চমকালেই বিদ্যুত থাকে না। ঘন ঘন বিদ্যুত বিভ্রাটে সিরাজগঞ্জবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকায় এই ভোগান্তি আরও বেশি। ঈদের সামনে বিদ্যুত সরবরাহের এমন বেহাল অবস্থা ব্যবসায়ীদের অতিষ্ঠ করে তুলেছে। রমজানে সেহরি ও ইফতারের সময় বিদ্যুত সরবরাহ প্রায়ই কোন না কোন ফিডারে বন্ধ থাকে। প্রতিদিন প্রতিটি ফিডারে একাধিকবার বিদ্যুত বিভ্রাটের কারণে বিনষ্ট হচ্ছে গ্রাহকের বৈদ্যুতিক সামগ্রী। প্রচন্ড গরমে এই ভোগান্তিতে দোষারোপ করা হচ্ছে খোদ সরকারের বিদ্যুত বিভাগকে। আবার কতিপয় গ্রাহক নিয়তি হিসেবে মেনে নিতে বাধ্য হচ্ছেন। অভিযোগ রয়েছে, এক শ্রেণীর গ্রাহকের অনুমোদনহীন লোড ব্যবহারের সুযোগ দেয়ার কারণে প্রতিটি বৈদ্যুতিক ট্রান্সফরমার ওভারলোড হয়ে পড়ায় এই বিভ্রাট হচ্ছে। সেই সঙ্গে সামান্য ঝড়ো বাতাস ও মেঘের গর্জন শুরু হলেই বিদ্যুত সরবরাহ বন্ধ হয়ে যায়। ক্রটিপূর্ণ সরবরাহ লাইন আর জরাজীর্ণ বৈদ্যুতিক তারের কারণেও সামান্য ঝড়ো বাতাসে ঘটছে এই বিদ্যুত বিভ্রাট। অভিযোগ স্বীকার করে সিরাজগঞ্জ জেলার বিদ্যুত বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, অভ্যন্তরীণ বিদ্যুত সঞ্চালন লাইন ত্রুটির কারণেই বিদ্যুত সরবরাহ বিঘ্ন হচ্ছে। ঝড় হলেই গাছপালা, গাছের ডাল ভেঙ্গে বিদ্যুত তারে পড়ে লাইন বন্ধ হয়ে যাচ্ছে। ওভারলোড সমস্যাও আছে, তবে সমাধানের চেষ্টা চলছে।
×