ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে গৃহবধূকে গলাকেটে হত্যার চেষ্টা

প্রকাশিত: ০৮:৫৯, ২৪ মে ২০১৯

 সৈয়দপুরে গৃহবধূকে  গলাকেটে  হত্যার চেষ্টা

সংবাদদাতা, সৈয়দপুর, নীলফামারী, ২৩ মে ॥ যৌতুকের টাকা না পেয়ে ইসমোতারা (২২) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে তার স্বামী। সে এখন সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে ইসমোতারার পিত্রালয় উপজেলার কামারপুকুর বাজারসংলগ্ন দিনমজুর রফিকুল ইসলামের বাড়িতে। সূত্র মতে, প্রায় আড়াই বছর আগে ইসমোতারার বিয়ে হয় লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার উত্তর ডাউয়াবাড়ি গ্রামের কাশেম আলীর পুত্র মেহেদি হাসান দুলুর সঙ্গে। বিয়ে করে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর যৌতুকের দেড় লাখ টাকা না পাওয়া পর্যন্ত ইসমোতারাকে আর পিত্রালয়ে না পাঠিয়ে শারীরিক নির্যাতন চালায় স্বামী মেহেদি। এক মাসে আগে যৌতুকের ২০ হাজার টাকা দেয়ার শর্তে ইসমোতারা ও তার কন্যাসন্তানকে নিয়ে শ্বশুরালয়ে আসে মেহেদি। শর্তমতে, টাকা প্রদান করা হলেও বাকি টাকার জন্য চাপ দেয় যৌতুকলোভী মেহেদি। এক পর্যায়ে স্ত্রীকে শ্বশুরালয়ে রেখে সে দীর্ঘসময় নিরুদ্দেশ থাকে। ঘটনার আগের দিন মেহেদি কুড়িগ্রাম থেকে শ্বশুরালয়ের পাশে ভগ্নিপতি আব্দুল মিয়ার (ট্রাক চালক) বাড়িতে আসে। বৃহস্পতিবার ভোরে সুযোগ বুঝে ইসমোতারার ঘরে ঢুকে গলায় ছুরি চালায়।
×