ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসি বাসের ভাড়া কমানোর দাবি

প্রকাশিত: ০৮:৫৮, ২৪ মে ২০১৯

 ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসি  বাসের ভাড়া  কমানোর দাবি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যাত্রী পরিবহনের চালু হওয়া বিআরটিসি বাসের ভাড়া কমানোর দাবি জানিয়েছেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। তাদের দাবি বেসরকারী পরিবহনের ভাড়ার সঙ্গে বিআরটিসির বাসের ভাড়া এক হতে পারে না। এটি সরকারের সেবামূলক প্রতিষ্ঠান। তাই বিআরটিসি বাসের ভাড়া ঢাকা-নারায়ণগঞ্জ রুটে এসি ৪৫ টাকা এবং ননএসি ৩০ টাকা করার জন্য সরকারের কাছে দাবি জানান। বৃহস্পতিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের হানিফ খান মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি এসব দাবি তুলে ধরেন। তিনি বলেন, রাজধানীর পাশের জেলা নারায়ণগঞ্জ গুরুত্বপূর্ণ হলেও বিআরটিসি এখানে অনিয়মিত। বিভিন্ন সময় আন্দোলন ও দেনদরবার করে বিআরটিসির কার্যক্রম সচল রাখতে হয়েছে। যে কারণে বিআরটিসি বরাবরই নারায়ণগঞ্জে প্রশ্নবিদ্ধ। নারায়ণগঞ্জের জনগণের চেয়ে বিআরটিসি স্থানীয় পরিবহন সিন্ডিকেটকে সুবিধা দেয়ার ক্ষেত্রে বেশি আগ্রহী। সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১১ সালে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস বাড়া ২২ টাকার জায়গায় ৩১ টাকা করা হয়েছিল। সে সময় যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আন্দোলনের প্রেক্ষিতে বাসভাড়া দুই দফায় কমিয়ে ২৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। সে সময় বেসরকারী উদ্যোগে কোন এসি বাস চলাচল করত না। সবই ছিল নন-এসি। বিআরটিসি নন-এসি বাসের ভাড়া ছিল বেসরকারী বাসের চেয়ে দুই টাকা কম ২৫ টাকা। এসি বাসের ভাড়া ছিল ৪৫ টাকা। কিন্তু চলাচলের সাতদিনের মাথায় দেখা গেলো বিআরটিসি তাদের এসি বাস চালু রেখে সব নন-এসি বাস তুলে নিয়ে যায়। দুই বছর আগে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে একটি বেসরকারী কোম্পানি এসি বাস চালু করে। ভাড়া নির্ধারণ করে ৫৫ টাকা। দুদিন আগে এই রুটে বিআরটিসি এসি বাস চালু করে ভাড়া বেসরকারী কোম্পানির মতো একই ভাড়া নির্ধারণ করে। এ কারণে যাত্রী অধিকার ফোরাম ক্ষোভ ও নিন্দা জানিয়ে বলে, বেসরকারী কোম্পানির বাসের ভাড়া আর সরকারী বাসের ভাড়া এক হতে পারে না। তারা অবিলম্বে বিআরটিসি এসি বাসের ভাড়া কমানোর দাবি জানান। একই সঙ্গে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির নন-এসি বাস চালু করার দাবি জানান সরকারের কাছে। বিআরটিসি এসি বাসের ভাড়া ৪৫ টাকা এবং নন-এসি বাসের ভাড়া ৩০ টাকা নির্ধারণ করার দাবি জানান। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ্যাডভোকেট এবি সিদ্দিক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, নারায়ণগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, জেলা খেলাঘর আসরের সভাপতি রথিন চক্রবর্তী ও নারায়ণগঞ্জ জেলা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল।
×