ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈদে ব্যস্ত সময় পার করছেন জামদানি কারিগররা

প্রকাশিত: ০৮:৫০, ২৪ মে ২০১৯

ঈদে ব্যস্ত সময় পার করছেন জামদানি কারিগররা

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঈদ ঘিরে ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জের জামদানি কারিগররা। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে তৈরি হচ্ছে জামদানি শাড়ি, থ্রিপিস, ওড়না, পাঞ্জাবি। এবারের ঈদে কমপক্ষে আড়াই কোটি টাকার বেচাকেনা হবে বলে আশা জামদানি ব্যবসায়ীদের। সুতার পর সুতা দিয়ে তৈরি হচ্ছে জামদানি শাড়ি। সামনে ঈদ, তাই ভোরের আলো ফোটার সাথে সাথে তাঁতের শব্দে মুখরিত হয়ে ওঠে নারায়ণগঞ্জের নোয়াপাড়া গ্রামের তিন শতাধিক তাঁত কারখানা। চলে গভীর রাত পর্যন্ত। রং বেরঙের নানা ডিজাইনের এসব শাড়ি বিক্রি হয় তিন হাজার থেকে লাখ টাকা পর্যন্ত। কিন্তু যাদের ঘামের বিনিময়ে তৈরি হয় এসব শাড়ি, তারা পান না ন্যায্য মজুরি এমন অভিযোগও রয়েছে।
×