ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লভ্যাংশ ঘোষণা করেছে মাইডাস ফিন্যান্স

প্রকাশিত: ০৮:৪৭, ২৪ মে ২০১৯

 লভ্যাংশ ঘোষণা করেছে মাইডাস ফিন্যান্স

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারের তালিকাভুক্ত মাইডাস ফিন্যান্স শেয়ারহোল্ডারদের জন্য ২ দশমিক ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। যার পুরোটাই বোনাস। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সমাপ্ত বছরে কোম্পানির কনসলিডেটেড শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল টাকা ১ টাকা ৬৫ পয়সা। সমাপ্ত বছরে কোম্পানির কনসলিডেটেড শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১০ টাকা ৯৮ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ জুলাই সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
×