ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সূচক কমেলেও লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

প্রকাশিত: ০৮:০০, ২৩ মে ২০১৯

  সূচক কমেলেও লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বৃহস্পতিবার পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক কমেছে। একইসঙ্গে কমেছে লেনদেন অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে বেড়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ০.৩৪ পয়েন্ট কমে দাড়িয়েছে ৫ হাজার ২৫০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪ কমেছে। তবে ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১৮৩২ পয়েন্টে। জানা গেছে, বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৯ কোটি ৪৮ লাখ টাকা। যা আগের দিন থেকে ২৯ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২৯০ কোটি টাকার। ডিএসইতে লেনদেন হওয়া ৩৪০টি কোম্পানির মধ্যে ১২৯টির বা ৩৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৬৪টি বা ৪৮ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি বা ১৪ শতাংশ কোম্পানির। টাকার অংকে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রাইম ফাইন্যান্সের। এদিন কোম্পানিটির ২২ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের ১৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং ১৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে রানার অটোমোবাইলস।
×