ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মানহীন ৫২ পণ্যের উৎপাদনকারীদের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১৪:০৫, ২৩ মে ২০১৯

মানহীন ৫২ পণ্যের উৎপাদনকারীদের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার ॥ এবার মানহীন ৫২টি পণ্যের উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। উচ্চ আদালতের নির্দেশের পরও বাজার থেকে এগুলো সরিয়ে না নেয়ায় বুধবার এ মামলা করা হয়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষে খাদ্য আদালতে মামলাটি করেন দক্ষিণ সিটি কর্পোরেশনের খাদ্য পরিদর্শক কামরুল হাসান। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য ও অতিরিক্ত সচিব মাহবুব কবির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রমজান মাস উপলক্ষে খোলা বাজার থেকে ৪০৬টি খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে বিএসটিআই। প্রতিবেদন পাওয়া ৩১৩টি পণ্যের মধ্যে ৫২টি পণ্য নিম্নমানের প্রমাণিত হলে এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। সরিষার তেল, হলুদের গুঁড়া, কারি পাউডার, লাচ্ছা সেমাই, আয়োডিনযুক্ত লবণ, ড্রিংকিং ওয়াটার, স্পেশাল ঘিসহ এসব নিম্নমানের পণ্য দেশের নামী-দামী ব্র্যান্ডের হওয়ায় ভোক্তাদের মধ্যে এক ধরনের আতঙ্কও দেখা দিয়েছে।
×