ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বগুড়া-৬ উপ-নির্বাচন

খালেদা ছাড়া চার জনের মনোনয়নপত্র জমা দেয়া হবে

প্রকাশিত: ১৩:২১, ২৩ মে ২০১৯

 খালেদা ছাড়া চার জনের মনোনয়নপত্র  জমা দেয়া হবে

বাংলা ট্রিবিউন ॥ খালেদা জিয়ার অনুমতি না পাওয়ায় বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে তার জন্য সংগ্রহ করা মনোনয়নপত্র জমা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ফলে এই আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্থানীয় বিএনপির চার নেতার মনোনয়নপত্র জমা দেয়া হবে। খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বলেছেন, ‘খালেদা জিয়ার সম্মতি না থাকায় বগুড়া উপ-নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তার মনোনয়নপত্র জমা দেয়া হবে না।’ বুধবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় থেকে খালেদা জিয়াসহ পাঁচজনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। বিএনপির একটি সূত্র জানায়, মনোনয়নপত্রে খালেদা জিয়ার স্বাক্ষর আনতে গেলে তিনি নির্বাচন করতে রাজি হননি। তার এ সিদ্ধান্তটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জানানো হয়। পরে তিনি মায়ের মনোনয়নপত্র জমা না দেয়ার নির্দেশ দেন। উপ-নির্বাচনে অংশ নিতে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক জি এম সিরাজ, পৌরসভার মেয়র মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম ও সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।
×