ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গার্মেন্টস কর্মীকে গণধর্ষণ মামলায় চার আসামির যাবজ্জীবন

প্রকাশিত: ১০:২৭, ২৩ মে ২০১৯

 গার্মেন্টস কর্মীকে  গণধর্ষণ মামলায়  চার আসামির  যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২২ মে ॥ জেলার ধনবাড়ীতে চলন্তবাসে এক গার্মেন্টস কর্মীকে গণধর্ষণ মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়া প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে আর্থিক জরিমানা করা হয়েছে। টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম খালেদা ইয়াসমিন বুধবার দুপুরে তিন আসামির উপস্থিতিতে এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলো বিনিময় পরিবহনের বাসচালক হাবিবুর রহমান নয়ন (২৮), সুপারভাইজার রেজাউল করিম জুয়েল (৩৮), হেলপার আব্দুল খালেক ভুট্টো (২৩) ও মোহাম্মদ আশরাফুল (২৬)। এদের মধ্যে সুপারভাইজার রেজাউল করিম জুয়েল পলাতক রয়েছে।
×