ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যশোরে সংবাদকর্মী সবুজ হত্যার বিচার দাবি

প্রকাশিত: ০৯:৩১, ২৩ মে ২০১৯

 যশোরে সংবাদকর্মী সবুজ হত্যার বিচার দাবি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর থেকে প্রকাশিত দৈনিক সমাজের কথা পত্রিকার সম্পাদনা সহকারী আশিকুল আলম সবুজকে ‘স্কয়ার কোম্পানির গাড়িচাপায় হত্যার’ প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে সবুজের স্বজন ও এলাকাবাসী। বুধবার দুপুরে শহরতলী ঝুমঝুমপুরে স্কয়ার কোম্পানির ডিপোর সামনে এ মানববন্ধন ও সমাবেশ হয়। সমাবেশ থেকে সবুজ ‘হত্যার’ বিচার ও পরিবারের ক্ষতিপূরণ দাবি করা হয়। গত ৯ ডিসেম্বর রাতে শহরের বকচর এলাকায় তাকে চাপা দিয়ে ‘হত্যা করে’ স্কয়ার কোম্পানির একটি গাড়ি। সবুজের শ্বশুর মোহাম্মদ চাঁনমিয়া জানান, গত ৯ ডিসেম্বর রাত সাড়ে ৭টার দিকে নীলগঞ্জ থেকে মোটরসাইকেলে সমাজের কথা পত্রিকা অফিসে যাচ্ছিলেন আশিকুল আলম সবুজ (৩৫)। শহরের বকচর কোল্ড স্টোর মোড়ের অদূরে পৌঁছানোর পর স্কয়ার কোম্পানির একটি কভার্ডভ্যান দ্রুত গতিতে সবুজের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা ধাওয়া করলেও কভার্ডভ্যানটি আটক করতে পারেননি। দুর্ঘটনার পর আহত সবুজকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হয় সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×